লিখেছেন : কবিতা রায়
মানবজাতির উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা তিনটি বিষয় হল ধর্ম, রাষ্ট্র এবং অর্থ। যদিও আদতে এর সবগুলোই কাল্পনিক। কোনোটারই অস্তিত্ব বাস্তবে প্রমাণ করা যায়না।
ধর্মকে আজকাল সব যুক্তিবাদীরাই কাল্পনিক বলে জানে এবং মানে। সেই একই যুক্তিতে রাষ্ট্র এবং অর্থও কাল্পনিক হয়। রাষ্ট্র নিয়ে কিছু বলব না, বলব অর্থ নিয়ে। মানবজাতির কাছে অর্থের মানদন্ড হল সোনা। কিন্তু সোনা জিনিসটার বাস্তবিক প্রয়োজন মানবজাতির জীবনে সবচেয়ে কম, একেবারে না ধরলেও চলে। একজন চাষী থেকে শুরু করে দেশের রাজা অবধি কেউ সোনা দিয়ে কোনো কাজই করতে পারেনা। তবু সোনার মূল্য এত বেশি।
যেভাবে আজকের যুক্তিবাদীরা ধর্মকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বলে প্রমাণ করতে লড়াই চালাচ্ছে সেইভাবেই কয়েক হাজার বছর ধরে ধর্মগুরুরা অর্থকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বলে বোঝানোর চেষ্টা চালিয়েছে। কিন্তু একটুও সফল হয়নি।
আরিহান্ত
নতুন ধর্ম Scientology তো বেরিয়ে গেছে। তাহলে আর দেরি না করে এর ছায়াতলে চলে আসুন।😋