• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আপনার বাচ্চা

You are here: Home / চুতরাপাতা / আপনার বাচ্চা
January 19, 2023

আপনার বাচ্চা

লিখেছেন : কবিতা রায়

জোয়ান অফ আর্ক ১৭ বছর বয়সে ফ্রান্সের প্রধান সেনাপতি ছিল। আলেকজান্ডার ১৩ বছর বয়সে বিশ্বজয় করতে বেরিয়েছিল। আপনার বাচ্চা ১৮ বছর বয়সে প্রথমবার ভোট দিতে যায়। ভোট দিতে যাবার সময় তার জানা থাকেনা তার নিজের লোকসভা কিম্বা বিধানসভা এলাকায় গত ৫ বছরে কতগুলো ক্রাইম হয়েছে আর কতগুলোর শাস্তি হয়েছে, কতকিছুর লোভ দেখানো হয়েছে আর কত কাজ বাস্তবে করা হয়েছে, কত টাকা বরাদ্দ হয়েছে আর কতখানি উন্নয়ন হয়েছে।

ভোট দিতে যাবার আগে তাকে শেরশাহের জীবনী, আইনস্টাইনের রিলেটিভিটি, রবীন্দ্রনাথের কবিতা, হিমালয়ের উচ্চতা, গান্ধীর জন্মদিন ইত্যাদি শিখিয়ে দেওয়া হয় কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে একটাও তথ্য দেওয়া হয়না। আর ওসব শেখাবেই বা কে? নিজের নির্বাচনী এলাকায় সরকারি বরাদ্দ কত আসে এটুকু খবর বুড়ো ধাড়ীগুলোও রাখে না। ইলেকশন কমিশনের সাইটে সব নেতার বায়োডাটা দেওয়া থাকে বেশিরভাগ ভোটার দেখতেও যায়না। এই গণতন্ত্রের গর্বে আবার ভারতবাসী বেলুনের মতো উড়ছে।

এরা ভোট দেওয়া ছাড়া আর কিছুই পারেনা। সেটারও দাম পায় কেবল গণতান্ত্রিক দেশ বলেই, মোগলাই রাজত্ব হলে সেটাও থাকত না। ভোটের সংখ্যা ছাড়া আর রাজনৈতিক সম্বল বলতে কিছুই নেই। সেই সংখ্যাটাও কমানোর জন্য নিজেরাই প্রাণপাত চেষ্টা করছে।

Category: চুতরাপাতাTag: কবিতা রায়
Previous Post:ভাষার ভাসা
Next Post:শান্তিতে থাকার মন্ত্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top