• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ভাষার ভাসা

You are here: Home / চুতরাপাতা / ভাষার ভাসা
January 17, 2023

ভাষার ভাসা

লিখেছেন : কবিতা রায়

ভাষার ভিত্তিতে একতা ব্যাপারটাই এক কাল্পনিক প্রপাগান্ডার উপর তৈরি। যদি বাংলাভাষার কথাই ধরা যায় তবে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালি, বরিশাল এবং সিলেটের বাঙালি কেউ কারও বাংলাভাষা বুঝে কাজ চালাতে পারবে না। বীরভূম কি বাঁকুড়ার স্থানীয় বাংলা কলকাতার বাঙালি বেশিরভাগই বুঝবে না। আলাদাভাবে শিখে নেওয়া অবশ্যই যায়, পশ্চিমবাংলার স্কুলে কলকাতার বাংলা শিখিয়েও দেয়। কিন্তু সেটা তো হিন্দি কি ইংরেজির মতোই একটা আলাদা ভাষা শেখার কাছাকাছি। এই ভাষাগুলো কেউ কারোটা না বুঝলেও ঠিক কিসের ভিত্তিতে সবগুলোকেই বাংলাভাষা বলে? হরফ এক হলেই কি ভাষা এক হবে? তাহলে তো সংস্কৃত আর হিন্দি একই ভাষা। উর্দু এবং আরবি একই ভাষা।

আজ যদি চট্টগ্রামের বাংলাকে সমস্ত বাঙালির জন্য স্ট্যান্ডার্ড বাংলা বলে স্কুলে শেখানো শুরু হয় তবে লোকে কী করবে? বাংলাই যদি হয় তবে কোনো বাঙালির তো আপত্তির যুক্তি নেই, আর আপত্তি থাকলে কি তাকে বাংলাভাষার শত্রু মনে করবেন? তবে সেই একই যুক্তিতে স্ট্যান্ডার্ড সরকারি বাংলাকেও চট্টগ্রামের বাঙালি শত্রু বলে ধরতে পারে।

আপনার যেটাকে বাংলাভাষা মনে হয় ২০০ কিলোমিটার দূরে অনেকের কাছেই সেটা অজানা ভাষা মনে হবে। আবার আপনারই এলাকার ২০০ বছর আগেকার কোনো কাগজ বের করতে পারলে দেখবেন সেটাও বাংলায় লেখা কিন্তু তবুও আপনার কাছে প্রায় অবোধ্য। হয়ত দেখবেন আপনারই বাপ-দাদার লেখা জমির দলিল বুঝতে আপনি লোক খুঁজছেন। অথচ এই যে ভাষাগুলো একে অন্যের কাছে হিন্দি-ইংরেজি-আরবি কিম্বা উর্দুর মতোই অপরিচিত সেটার জন্য যখন আপনারা প্রাণ দিয়ে দিতে রাস্তায় নেমে পড়েন তখন তার পিছনে অন্য কিছু কারণ থাকে।

যুক্তিবাদীদের কাছে ধর্ম যেমন আফিম, তেমনি কে কোন কোম্পানির মদ খেয়েছে না জানলেও মাতালে-মাতালে ভাইভাই হতে পারে। এই নেশা ধরিয়ে আপনার চিন্তাভাবনাকে রিমোটে চালানোর ব্যাপারটা ধরতে না পারলে আপনি কেন কী করছেন সেটাই বুঝে উঠতে পারবেন না।

পশ্চিম পাকিস্তানেও উর্দু মেজরিটির ভাষা ছিল না। সেখানকার তথ্য বলছে Punjabi (38.78%); Pashto (18.24%); Sindhi (14.57%); Saraiki (12.19%); Urdu (7.08%); Balochi (3.02%); Hindko (2.24%); এত বছর পরেও সেখানে কোনো বিদ্রোহ নেই। অথচ উর্দু ভাষার বিরুদ্ধে যুদ্ধটা কেবল বাঙালিই করল আর পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবীরা ভাষাগত মেজরিটি হলেও উর্দুর বিরুদ্ধে তো গেলই না, উলটে নাকি বাঙালিকে উর্দু শেখানোর জন্য যুদ্ধে নেমে গেল। এরকমই শেখানো হয়েছে এবং আমরা শিখেও নিয়েছি। বাঙালির মগজটা এমনভাবে ধোলাই হয়ে গেছে যে আর কিছু করার নেই।

Category: চুতরাপাতাTag: কবিতা রায়
Previous Post:চাঁদ গান
Next Post:আপনার বাচ্চা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top