হাতিমার্কা পোস্ট
লিখেছেন : জুপিটার জয়প্রকাশ (দুপেয়ে গাধ)
এটা হাতিমার্কা পোস্ট।
কোরানে একটা হাতিমার্কা গল্প আছে যাতে বলা হয়েছে ইয়েমেন থেকে আব্রাহা একপাল হাতি নিয়ে কাবাঘর ভেঙে দিতে আক্রমণ করেছিল। কিন্তু আল্লা তার অলৌকিক ক্ষমতা দিয়ে আব্রাহার সেনাবাহিনী সহ হাতিগুলোকে মেরে ফেলল।
প্রথমতঃ আল্লা তার অলৌকিক শক্তি দিয়ে কেবলমাত্র আব্রাহাকে মারলেই পারত। মারার চেয়েও ভাল উপায় ছিল তার কানে কিছু উপদেশ দিয়ে এলেই পারত, যেমনটা মহম্মদের কানে দিয়েছিল। হাতিগুলোকে মারল কী দোষে?
দ্বিতীয়তঃ সেই গল্পের সময়ের পরে একাধিকবার কাবায় আক্রমণ এবং ভাঙচুর হলেও আল্লা রক্ষা করেনি কেন? এখনও আল্লার ভরসায় না থেকে কাবায় পাহারাদার থাকে কেন? আমার মতো ইমানদার হলে তো প্রতিদিনই সকালে বোমা ফাটিয়ে দেখিয়ে দিতাম যে কাবাঘর আল্লায় রক্ষা করে।
তৃতীয়তঃ সবচেয়ে বড় প্রশ্ন যে ঐ মরুভূমির দেশে হাতি পাওয়া গেল কিভাবে? আর যদি আব্রাহার কাছে হাতি থাকেও তবু সেগুলো নিয়ে মরুভূমির দেশে যুদ্ধ করতে যাওয়া কেন? হাতিদের যে পরিমাণ সবুজ খাবার লাগে এবং জলের প্রয়োজন হয় সেটা রাজকীয় আস্তাবলেও মেলেনা। মরুভূমিতে একেবারেই পাওয়া অসম্ভব। কোরানের ঐ গল্প ছাড়া ওখানকার আর কোনো যুদ্ধে কদাপি হাতি ব্যবহারের উদাহরণ নেই। যদি কোনো হস্তীমূর্খ মরুভূমিতে যুদ্ধ করার জন্য হাতি নিয়ে যায় তবে সে হাতিরা এমনিতেই রাস্তায় মারা যাবে। এজন্য আল্লার কোনো প্রয়োজন হয়না।
Leave a Reply