নতুন ধর্ম : হিউম্যানিজম বা মানবতাবাদ
লিখেছেন : কবিতা রায়
নাস্তিকদের বাইনারি মেন্টালিটির যান্ত্রিক মগজ থেকে কমিউনিজমের পর আরেকটা নতুন ধর্ম বেরিয়েছে, হিউম্যানিজম বা মানবতাবাদ। যার অর্থ হল মানুষরা হিন্দু-মুসলমান-ক্রিশ্চান এসব হবার জন্য জন্মায়নি, মানুষ হতে হবে মানবিক।
মানবিক কিসের ক্ষেত্রে হবেন? মানুষের ব্যাপারে তো হতেই হবে, কিন্তু গরুছাগল-কুকুরবিড়াল কী দোষ করল? তাদের ব্যাপারেও মানবিক হওয়া উচিত। বনের বাঘ কেন বাদ যাবে? তার প্রতিও মানবিক হোন। কিন্তু প্লেগ, চিকেনপক্স, পোলিও, কোভিড ভাইরাসদের প্রতিও কি মানবিক হতে হবে? এইযে আমরা প্লেগ আর পক্স জীবাণুকে একেবারে লুপ্ত করে দিয়েছি এটাকে কি কেউ অমানবিক কাজ বলবেন? আজ অবধি কেউ এমনটা বলেনি, বরং রোগির চিকিৎসার নামে ভাইরাস বধ করাটা মানবিক কাজ বলেই সকলে মেনে নিয়েছে।
তাহলে ব্যাপারটা কী হল? মানুষকে মানুষের মতো কাজ করতে হবে, কিন্তু ভাইরাসকে ভাইরাসের মতো কাজ করতে দেওয়া যাবেনা, তাকে খতম করতে হবে। কারণ ওরা নিজেদের ধর্ম পালন করলে মানুষের অসুবিধা।
তাহলে মানবিক হলেন কিভাবে? ভাইরাস তার নিজের কাজটুকুই করছিল, আপনার অসুবিধা হল বলে আপনি তাকে নির্মূল করতে যুদ্ধ বাধিয়ে দিলেন। এই যুক্তিতেই মশামাছির বাচ্চারা উড়তে শিখবার আগেই তাদের খুন করছেন। গরুছাগলের গলায় দড়ি পরিয়ে জন্ম থেকেই বন্দী করে রাখছেন। কারণ ওরা স্বাধীনভাবে গরুছাগলের স্বাভাবিক কাজ করতে গেলেও আপনার অসুবিধা হবে।
গোল গোল ঘুরে শেষ অবধি এটাই দাঁড়ায় যে ভাইরাস থেকে ছাগল অবধি কোনোটাকেই বাঁচানোর জন্য আপনি একটা মানুষকে মারতে পারবেন না, সেটা হবে অমানবিক। তবে মানুষকে বাঁচানোর জন্য ভাইরাসও মারতে পারবেন, ছাগল কেটে খাওয়াতেও পারবেন। সেগুলো হবে মানবিক কাজ। যেহেতু মানুষের যোগ্যতা বাকিদের চেয়ে বেশি। গোল গোল ঘুরে যেখানে ফিরে এলেন তা হল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ছাগলটার চেয়ে মানুষের দাম বেশি। অবশ্যই এই দামটা মানুষেরা ঠিক করেছে। আপনি মানুষ বলেই আপনার হিসাবে ছাগলের বাচ্চার চেয়ে মানুষের বাচ্চার দাম বেশি। কিন্তু ছাগলের হিসাবে উল্টোই হবার কথা।
ঠিক একইভাবে ১০০ বছর আগেও একজন সাদা ইউরোপিয়ানের হিসাবে কালো মানুষের দাম অনেক কম ছিল। এই একই যুক্তিতে একজন মুসলিমের হিসাবে অমুসলিম ধর্মের লোকেদের যোগ্যতা এবং মূল্য কম। তারাও যোগ্যতমের জন্য রিসোর্স সংগ্রহ করতে গিয়ে অযোগ্যদের খতম কিম্বা ক্রীতদাস করেছে-করছে। যেভাবে আপনিও মশাটাকে মেরে ফেলেন আর মৌমাছিদের মধুটা চুরি করার আশায় পুষে রাখেন। এটাই মানবতাবাদ।
Leave a Reply