• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

নাস্তিক-ব্লগার হত্যার বর্বরতার ছহীহ ভিত্তি

You are here: Home / ধর্মকারী / নাস্তিক-ব্লগার হত্যার বর্বরতার ছহীহ ভিত্তি
August 11, 2015
নাস্তিক-ব্লগারদের হত্যাকাণ্ড ইছলামসম্মত নয় বলে যাঁরা ধারণা পোষণ করেন বা প্রচার করেন, তাঁরা সম্পূর্ণভাবে ছহীহ ইছলামী তথ্যসূত্রে উল্লেখিত তিনটি ঘটনা জানেন না বা জানলেও লুকিয়ে যান।

দেখা যাক, সমালোচনায় ইছলামের নবীর প্রতিক্রিয়া কেমন ছিলো।

১. ১২০ বছর বয়সী এক কবি ইছলামের নবীর সমালোচনা করে কবিতা লিখলে নবীজির নির্দেশে তার এক উম্মত খুন করে আসে কবিকে। তাঁর ঘরে, তাঁর বিছানায়।

২. এই হত্যাকাণ্ড আলোড়িত করে এক মহিলা-কবিকে। তিনি রচনা করেন নবীর জন্য অসম্মানসূচক একটি কবিতা। নবী তার এক বন্ধুকে পাঠায় রাতের অন্ধকারে তাঁকে হত্যা করতে। কবি তখন স্তন্যপান করাচ্ছিলেন তাঁর শিশুকে। সেই সময় নবী-বন্ধু তাঁর বুকে সেঁধিয়ে দেয় তরবারি। ফজরের নামাজের সময় হত্যাকারীর সঙ্গে নবীর দেখা হলে নবী তাকে বলে, “তুমি আল্লাহ ও তার নবীকে বিজয়ী করেছো।”
৩. উম কেরফা নামের ১২০ (মতান্তরে ৯০) বছর বয়সী এক প্রাজ্ঞ মহিলা ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। তিনি একবার নবী-বিরোধী মতপ্রকাশ করলে নবীজির পালিত-পুত্রের নেতৃত্বে এক দল পুরুষ তাঁকে আটক করার পরে উলঙ্গ করে শুইয়ে দেয় উপুড় করে। তারপর তাঁর দু’পায়ে দু’টি দড়ি বেঁধে দড়ির প্রান্তদুটো জুড়ে দেয়া দু’টি আলাদা উটের পায়ে। তারপর উট দু’টিকে ছোটানো হয় পরস্পরের বিপরীত দিকে। তাঁর শরীর ছিঁড়ে দু’ভাগ হয়ে যায়। বীরোচিত কর্মসম্পাদন করে ফিরে এলে পালিত-পুত্রকে নবী প্রায় নগ্ন অবস্থায় উঠে গিয়ে আলিঙ্গন করে ও চুমু খায়।
আবার বলি, ওপরের ঘটনা তিনটি নাস্তিকদের মস্তিষ্কপ্রসূত তো নয়ই, বরং সম্পূর্ণভাবে ছহীহ ইছলামী তথ্যসূত্র থেকে আহরিত। নিচের স্লাইড শো-তে বিস্তারিত। চাইলে স্লাইড শো থেকে বানানো পিডিএফ (২.৯ মেগাবাইট) ডাউনলোড করে নেয়া যেতে পারে।

ডাউনলোড লিংক (গুগল ড্রাইভ)
ডাউনলোড লিংক (ড্রপবক্স)

Category: ধর্মকারীTag: ইসলামের নবী, কুফরী কিতাব
Previous Post:আল্লাহ, ইসলাম এবং কিছু প্রশ্ন – ০১
Next Post:দ্বীনবানের দীন বাণী – ২১

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top