• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আঞ্চলিক ভাষায় আল-কোরআন: সূরা আল ফাতিহা

You are here: Home / ধর্মকারী / আঞ্চলিক ভাষায় আল-কোরআন: সূরা আল ফাতিহা
September 9, 2015
অনুবাদ করেছেন সাউদ আল মুহাম্মাদ

১.
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
হুরু কইত্তেছি এল্ল্যার নামে, হেউজ্ঞা ব্যাপ্পক করুন্যাভি আছে, যাউজ্ঞা হ্যতে ব্যাপ্পক দয়ালুভি আছ্যে।
২.
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
হক্কল গদোগদো জারিজুরি খালি এল্লা তালাভির।
৩.
الرَّحْمـنِ الرَّحِيمِ
হেউজ্ঞা নাকি মেহেরবানভি ও দয়ালুভি আছেগা।
৪.
مَـالِكِ يَوْمِ الدِّينِ
হেউজ্ঞা বিচার আচার দিনোর মালিকভি কইত্তাছে।
৫.
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
হামরা হক্কলে মিইল্লা খালি তোমারই তোষামোদ করি এবং বেবাকটে মিইল্লা খালি তোমারই জীবনের তেরোডা বাজাই।
৬.
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
হামাগেরে হক্কলরে বাঁকা পথ দেখান বাদ দেও কইলাম।
৭.
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
হেই সমস্তখান মাইনসেগো আস্তা, যাগো তুমি হুরপরি দান করছিলা, তাগো আস্তা না, যাগো উপ্রে তোমার গজব নাযিল হইছেগা এবং যেইয়েরা এখনোভি আস্তা খুজে পায় নাইক্কা।
Category: ধর্মকারীTag: কোরানের বাণী
Previous Post:আল্যার মেজাজ-মর্জি
Next Post:ঐশী বইয়ের বৈশিষ্ট্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top