লিখেছেন থাবা বাবা
১.
আল্লার নামে জান কুরবান
আল্লাই নেকি করবেন দান,
এটাই খোদার ধর্ম!
গরুর চক্ষু জল টলমল
মানুষের তাই খুশি ঝলমল,
ছিলিবে গরুর চর্ম!
উল্লাস করে বকরি জবাই
রক্তে দু’হাত রাঙাবে সবাই,
এটাই ঈদের মর্ম!
২.
ভোরের রোদে
ঊর্ধ্ব পোঁদে
নামাজ পরে বান্দা!
ছুরির ধারে
বকরি মারে
মাংস হবে রান্ধা!
৩.
ভোর হলো দোর খোল
মুমিনেরা ওঠো রে,
দল বেঁধে একসাথে
ঈদগাহে ছোটো রে!
কষে দড়ি হাতে ছুরি
মোল্লা যে চলল,
গরুটাকে চেপে ধরে
খোদা নাম বললো!
মেখে খুন ওরে শোন
খোদা ওই চাইল,
ঘরে গিয়ে দেখ ত্বরা
মাংস কে খাইল!!!
(৭.১১.১১ তারিখে প্রথম প্রকাশিত)
#
ছবি ও ছড়া: থাবা বাবা
ভাবছেন একে তালেবান আর
এটা আফগান মরু?
না, না , তা তো নয়,
প্রহর গুনছে ঢাকাতে হুজুর –
কাটবে কখন গরু।
(১৩.১১.১১ তারিখে প্রথম প্রকাশিত)
@ বিভাস মন্ডল
থাবা বাবাকে খুব মিস করি। থাবা & ওয়াশিকুর বাবু ২ ট্যালেন্ট নক্ষত্র ❤❤❤