১৯৫.
এই দুনিয়ায় মমিনেরা জামাতে নামাজ পড়ে, বেহেস্তে গিয়া মমিনেরা জামাতে দাঁড়িয়ে হুর ছহবত করবে। তাদের ইমামতি করবে মুহম্মদ। রুকূতে গিয়ে হবে স্ট্যান্ডিং স্টাইল, সেজদাতে গিয়ে হবে ডগি স্টাইল। সেই জামাত থেকে উচ্চঃস্বরে আওয়াজ ধ্বনিত হবে:
– আল্লাহ হ হ হ আহ আহ হু উ উহ উহ য়াকবার।
(বানিয়েছেন ধর্মব্যবসায়ী)
১৯৬.
তিন যাজিকা (nun) গল্প করছে। প্রথম জন:
– গতকাল ফাদারের ঘর পরিষ্কার করার সময় আমি কী পেয়েছি জানো? এক গাদা পর্নো পত্রিকা।
অন্য দু’জন জিজ্ঞেস করলো:
– তুমি কী করলে তখন?
– ডাস্টবিনে ফেলে দিয়েছি সব।
দ্বিতীয় যাজিকা বললো:
– আর আমি ফাদারের নোংরা কাপড়গুলো সরিয়ে রাখার সময় এক প্যান্টের পকেটে পেয়েছি অনেকগুলো কনডম!
বাকি দু’জন জানতে চাইলো:
– তুমি তখন কী করলে?
– ছুঁচ দিয়ে ফুটো করে দিয়েছি সবগুলো।
তৃতীয় যাজিকা অজ্ঞান হয়ে পড়ে গেল।
১৯৭.
বসকে ফোন করে বললাম:
– স্যার, আজ অফিসে আসতে পারছি না। একটু আগে আমার দাদা মারা গেছেন।
– আর কতো মিথ্যে কথা বলবেন? – ক্ষিপ্ত শোনালো বসের কণ্ঠ। – আপনার দাদা এ নিয়ে ছ’বার মারা গেলেন!
– কিন্তু আমি কী করতে পারি, স্যার? তিনি বৌদ্ধ।
Leave a Reply