৫. আইসিস-এ যোগ দিতে অস্বীকৃতি জানানো ১৪ বছর বয়সী কিশোরের হাত ও পা কেটে ফেলেছে ইছলামী যোদ্ধারা।
৯. ইছলাম নারীকে দিয়েছে আত্মঘাতী বোমারুর সম্মান। বোকো হারামের তত্ত্বাবধানে ১১ জনকে হত্যা করে দুই মুছলিমা সরাসরি জান্নাতে যাবার অধিকার লাভ করেছে।
১০. ১৫ বছর বয়সী মুছলিম স্কুলবালক আল্যাহু আকবর চিৎকার সহযোগে গুলি করেছে তার শিক্ষককে লক্ষ্য করে।
১১. বঙ্গদেশী দুই শান্তিকামী খ্রিষ্টান ধর্মযাজকের গলা কেটে হত্যা করার চেষ্টা করেছিল। “যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের গর্দান মার” – কোরান, সুরা ৪৭, আয়াত ৪)
১২. মসজিদ হচ্ছে ইছলামী সন্ত্রাসের হেডকোয়ার্টার। ১৫ বছর বয়সী অস্ট্রেলীয় ইছলামী যোদ্ধা তার অস্ত্র পেয়েছিল মসজিদের মাধ্যমে।
১৩. বার্লিনের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগে।
১৪. আইসিস-এর পক্ষ হয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী চার মুছলিমকে গ্রেপ্তার করা হয়েছে সুইজারল্যান্ডে।
১৫. দাসীর সঙ্গে যৌনসম্পর্কস্থাপন যেহেতু ইছলামে অনুমোদিত, তাই স্বামী ও গৃহপরিচারিকার ফষ্টিনষ্টির দৃশ্য গোপনে ভিডিও করে ইউটিউবে আপলোড করার অপরাধে স্ত্রীর এক বছরের জেল অথবা ৮৭ হাজার ২১৪ পাউণ্ড জরিমানা হতে পারে।
১৬. ইছলামী রাষ্ট্র ইয়েমেনে বসবাসকারী ইহুদিদের সরকারীভাবে নির্দেশ দেয়া হয়েছে ইছলাম গ্রহণের, নয়তো দেশত্যাগের।
১৭. বাংলাদেশে খিজির খান হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দু’জন বলেছে, মালামাল লুটকে তাঁরা গণিমতের মাল মনে করেন। এ জন্য তাঁরা এসব নিয়ে গেছেন। এ ছাড়া গলা কেটে হত্যা করাকে তাঁরা সওয়াব মনে করেন। তাই আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করেছেন।
১৮. এবারে হালাল ডেটিং শুরু হলো মালয়েশিয়ায়।
Leave a Reply