মদনমোহন তর্কালঙ্কার রচিত সুবিখ্যাত কবিতা ‘পাখি-সব করে রব‘-এর প্যারোডি রচনা করেছেন নাস্তিকথন
সাহাবা-সব করে রব, রাতি পোহাইল।
ওমর, বকর, আলী, সকলি উঠিল।।
কাফির উটের পাল ল’য়ে যায় কূপে।
ডাকাতগণ অপেক্ষায় রহে চুপে চুপে।।
ফলাইল শস্য কাফির, সৌরভ ছুটিল।
জিজিয়া লোভেতে নবী আসিয়া জুটিল।।
জেনানা লুটিল নবী, ধবল বরণ।
ভাগে পাইয়া যৌনদাসী পুলকিত মন।।
সুন্নতি কর্ম শেষে জুড়ায় শরীর।
খেজুর পাতায় পড়ে আজল শিশির।।
উঠ মমিন, অযূ কর, পর নিজ বেশ।
ফজর সালাতে মন করহ নিবেশ।।
Leave a Reply