• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

হেট স্পিচ আর ব্লাসফেমি ল’ উভয়কেই প্রত্যাখ্যান করতে হবে

You are here: Home / চুতরাপাতা / হেট স্পিচ আর ব্লাসফেমি ল’ উভয়কেই প্রত্যাখ্যান করতে হবে
April 10, 2013

লিখেছেন: মাহবুব রশিদ

কতিপয় ব্লগার নাস্তিক।
বাস্তব জগতেও কতিপয় মানুষ নাস্তিক বটে। বাস্তব জগতে যত লোক নাস্তিক ব্লগস্ফিয়ারেও একই হারে মানুষ নাস্তিক। জগতে নাস্তিক থাকলে ব্লগেও আছে- ব্লগ দুনিয়ার বাইর কিছু না।

নাস্তিকতা সমস্যা না- সমস্যা ধর্ম বিরোধিতা -এইটা ফ্যাসিস্ট আচরণ। অন্যকে আক্রান্ত করা শুধু এ কারণে যে সে একটা ধর্মে বিশ্বাসী এইটা ভয়ংকর বিষয়।

কেন কেউ কেউ এমন ভাবে যে ধর্মকে আঘাতই করতে হবে? কি তার ইনফেরিওরিটি?

আমেরিকা গত ২০ বছরে ইসলামকে একটা দানব একটা বর্বর শক্তি হিসেবে চিহ্নিত করেছে। ইসলামকে দানব বানালে ইরাক-আফগানিস্তান-পাকিস্তান দখলে সুবিধা হয়।

২০ বছরে দুনিয়াদারির খবর রাখেন এমন সব মধ্যবিত্তের ধারণা জন্মেছে, ইসলাম একটা দানবই বটে। তাই দাড়ি টুপি লুঙ্গি পরা দেখলেই আপনার মনে হয় এইটা একটা রাজাকার বা হরকতুল জিহাদ। কেউ নামাজ পরলেও আপনার একই ধারণা হয়। তাদের আপনারা বিচ্ছিন্ন করে ফেলেন নিজেদের সমাজ থেকে।

তাই নিজেরা যেন বিচ্ছিন্ন হয়ে না পড়েন, নিজেদের আচার আচরণ কথা বার্তা থেকে সবটুকু মুসলমানিত্ব দূর করে ফেলেন। ভয়ে থাকেন কখন আপনাকে কেউ মৌলবাদী বলে।

মুসলমান ঘরে জন্মেছেন বলে খুব শরম বোধ করেন।

এই শরমটাই অতিরিক্ত হয়ে গেলে নাস্তিক হয়ে পরে কিছু লোক। আর আরো বেড়ে গেলে হয়ে পরে ইসলাম বিরোধী।

আমার শরম নাই।
আমি জানি ও বুঝি, চার পাঁচ পুরুষ আগে আমার পূর্বপুরুষ শিডিউল ক্লাস-নমঃশূদ্র হিন্দু ছিল। তার আগে বৌদ্ধ। বা ধীবর বা কোল মুন্ডা ওঁরাও।

ফলে আমি মুসলমান হতে পারি, কিন্তু সনাতন রক্ত আমার দেহে আছে। আমি সে রক্ত অস্বীকার করি না।

সাম্প্রদায়িক মুসলমান আবার নিজের সনাতন রক্ত নিয়ে শরমে থাকে। সে চায় ঐ রক্তকে অস্বীকার করতে। তাই বেশি করে মুসলমান হয়ে উঠে।

আমি চাইলেও তো আরব হতে পারব না -সাহেব হতে পারব না।
আমার শরম নাই সত্য স্বীকারে।

ধর্মবিরোধিতা ও সাম্প্রদায়িকতা উভয়েই পরিত্যাজ্য।

হেট স্পিচ আর ব্লাসফেমি ল’ উভয়কেই প্রত্যাখ্যান করতে হবে।

https://www.facebook.com/mahbubrashid.babu/posts/618968681462112

Category: চুতরাপাতা
Previous Post:নাপিত এবং ফোঁড়া কাটার গল্প
Next Post:পাল্লা কারো ক্ষতি করে না, ভালো না লাগলে দূরে গিয়া মুড়ি খান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top