আস্তিকদের যেমন ধর্ম, তেমনি নাস্তিকদের লীগ।
ধর্ম নিয়ে কিছু বললে আস্তিকদের যে আচরণ, লীগ নিয়ে কিছু বললে নাস্তিকদের আচরণ হুবহু এক।
ধর্ম নিয়া কোনো মন্তব্য বা কাজ মনোঃপুত না হলে আস্তিকরা বাক-স্বাধীনতার সীমা ঠিক করে দিতে আসে–মানে তারা ঠিক করে দেয়, আপনি ধর্মের ঠিক কতোটা সমালোচনা করতে পারবেন, কী কী বলতে পারবেন, কী কী কার্টুন-কোলাজ বানাতে পারবেন। লীগ নিয়া কিছু বললে নাস্তিকরাও তাই করে।
আস্তিক : ধর্মের সমালোচনা করেন, কিন্তু আল্লা-নবি বা অমুক দেবদেবী নিয়া কিছু বললেন না।
নাস্তিক : লীগের সমালোচনা করেন, কিন্তু মুজিব-হাসিনা নিয়া কিছু বলবেন না।
আস্তিকদের কিছু নাস্তিক-আইডল থাকে–অমুক নাস্তিকও তো ধর্মের সমালোচনা করে, কই তাকে তো কেউ গালি দেয় না, তার আইডি রিপোর্ট করে না, তাকে দেশছাড়া করা হয় না, তাকে তো কোতল করা হয় না…আপনারাও তার মতো রয়েসয়ে ধর্মের সমালোচনা করতে পারেন না?
নাস্তিকদেরও কিছু মুক্তমনা-আইডল থাকে–ওমুক মুক্তমনাও তো লীগের সমালোচনা করে, কই তাকে তো কেউ গালি দেয় না, তার আইডি রিপোর্ট করে না, তাকে দেশছাড়া করা হয় না, তাকে তো কোতল করা হয় না…আপনারাও তার মতো রয়েসয়ে লীগের সমালোচনা করতে পারেন না?
[বোনাস : পাল্লা বিছানাবাদী–এখানের বিছানাবাদী শব্দটাকে কারা কারা আক্ষরিক অর্থে নিয়েছেন? ব্যাকটেরিয়ার মা বোন বউ মাইয়া বাদে আজ পর্যন্ত পাল্লা আর কার কার মা বোন বউ মাইয়ারে বিছানায় নিছে?]
[//সব আস্তিক এক না// – //সব নাস্তিক এক না//]
=============
[বলগ দিয়ে ইন্টারনেট চালাইয়া এখন পর্যন্ত আয় : ৭ সেন্ট]
Leave a Reply