• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

পুরাই আল্লার গজব। টেকনিক্যাল নলেজ না থাকায় কিছুই বুঝতেছি না। নিজেরে ভোদাই ভোদাই মনে হইতেছে!!

You are here: Home / চুতরাপাতা / পুরাই আল্লার গজব। টেকনিক্যাল নলেজ না থাকায় কিছুই বুঝতেছি না। নিজেরে ভোদাই ভোদাই মনে হইতেছে!!
March 11, 2012

খেয়ে দেয়ে একটা স্ট্যাটাস দিলাম ধর্মগাধাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড দেখে-

নাস্তিকদের পুন্দানির হাত থেকে ধর্মগাধারা কোনোভাবেই রেহাই পাচ্ছে না। ধর্মগাধারাও এক প্রকারে মেনে নিয়েছে যে এ পুন্দানি খেয়েই যেতে হবে। কিন্তু ধর্মগাধাদের সমস্যা হলো কামসূত্রের মত নাস্তিকদের পুন্দানির কোনো ম্যানুয়াল নেই। অধিকাংশ ক্ষেত্রেই নাস্তিকরা ধর্মানুনুভূতিতে তেলের বদলে ঝামা ঘষে দিচ্ছে।

বাঁচার উপায় হিসাবে ধর্মগাধাদের নতুন কৌশল- নাস্তিকদের দুইভাগে ভাগ। একভাগে আছেন, যারা ভদ্রভাবে পুন্দান। আরেকভাগে, যাদের পুন্দানিতে বেশি ব্যথা।

অভিজিত রায়রা ভদ্রভাবে পুন্দান, তাই তাতে নাকি ব্যথা লাগে না। তাই তাদেরকে মানবতাবাদী আখ্যা দিয়ে তাদের পুন্দানিতে আরাম পেয়ে অরগাজমও ঘটিয়ে ফেলেছে কিছু কিছু ধর্মগাধা।

ওদিকে আসিফ মহিউদ্দিনদের পুন্দানিতে এমন ব্যথা যে…থাক, বাকিটা আর খুলে বলছি না। তাই এদেরকে এখন প্রায়ই কাঁদো কাঁদো গলায় আক্ষেপ করতে শোনা যাচ্ছে, আসিফ মহিউদ্দিনরা কেন অভিজিত রায়দের মত তাদের ধর্মানুনুভূতিরে ভদ্রভাবে পুন্দায় না।

এদের কান্নাকাটিতে কেউ হয়তো ধর্মানুনুভূতিরে পুন্দানোর ৬৪ কলা সম্বলিত একটা ম্যানুয়াল বাইর করবে। কিন্তু ধর্মানুনুভূতি মানব জাতির ইতিহাসে যা করে এসেছে বা করছে তাতে পুন্দানিতে বিন্দুমাত্র ছাড় নাই।

পুন্দানি চলছে, চলবে- আনলিমিটেড!

==============================
কিন্তু ফেসবুকে যে একজন “উপরওয়ালা” আছে, সেইটা টের পেলাম কিছুক্ষণের মধ্যেই।

হঠাত করে এই মেসেজ-

//For security reasons your account is temporarily locked//

অন্যভাবে দেখলে এই রকম-

//The page you requested was not found.
You may have clicked an expired link or mistyped the address. Some web addresses are case sensitive.
Return home
Go back to the previous page//

আল্লার গজব ছাড়া আর কি হতে পারে, মাথায় আসছে না।

Category: চুতরাপাতাTag: ফেসবুক
Previous Post:ইছলামী আচার
Next Post:বিল মার মার কাটকাট – ১৫

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top