• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

বাম আর আল-জাজিরা’র দহরম মহরম বড়োই বিনোদনপ্রদায়ী

You are here: Home / চুতরাপাতা / বাম আর আল-জাজিরা’র দহরম মহরম বড়োই বিনোদনপ্রদায়ী
March 10, 2012

লিখেছেন: আরিফুর রহমান

bum আর আল-জাজিরা’র দহরম মহরম বড়োই বিনোদনপ্রদায়ী।

সবকিছুতে তেল খোঁজা আমাদের বামদের আজকালকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কনিকে ধরিয়ে দিন বিষয়ে বিশ্ব মানুষের চাঁদায় গড়ে ওঠা একটা এনজিও গেল দশ বছর ধরে একটা অস্পৃশ্য ‘ক্রিমিনাল’ কে ধরে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করবার আহ্বান জানিয়েছে, সেখানেও আমাদের মুক্তমনা ভানকারী (আদতে বাম) সাম্রাজ্যবাদী ভুত দেখতে পাচ্ছেন।

পুঁতিগন্ধময় এই মানসিকতা থেকে বামদের বেরিয়ে আসতে হবে, নয়তো নিজেদের মুক্তমনা দাবি করার মতো হাস্যকর কর্ম পরিহার করতে হবে।

এমনিতেই খুব বেশি পাবলিক পাত্তা দেয়না এসব ল্যাপটপ বিপ্লবীদের। পৃথিবী এগিয়ে যাচ্ছে, সভ্যতা একীভূত হচ্ছে ফেসবুকের মতো সীমান্তহীন যোগাযোগের মাধ্যমে।

সেখানে আমাদের বিপ্লবর্গাজম হর্নিগন বালছাল বলা, আর বালজাজিরা দেখা বন্ধ করলেই নিজেদের উপকার করবেন।

মৌলবাদ নিয়ে ছদ্ম রাগ দেখানো বন্ধ করে এসব বাম যদি সত্যিকারের কিছু মৌলবাদ নিপাতী করে দেখাতো, তাহলেও নাহয় তাদের মুখরক্ষা হতো।

কিন্তু, তা না করে বরঞ্চ, ইমপিউনিটি, মানে বিচারহীনতাকেই সমর্থন করছে প্রকারন্তরে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যে বিচারহীনতা বিরাজমান, তার ব্যাপারেও এদের আচরন আলগা ও খুঁত ধরাতেই বেশি ব্যস্ত।

Category: চুতরাপাতাTag: আরিফুর রহমান
Previous Post:দোলের সংক্ষিপ্ত ইতিহাস
Next Post:চাই প্রশ্নাতীত আনুগত্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top