জ্ঞানের কথা এবং বিজ্ঞানের কথা নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস। বোনাস হিসাবে ছিল প্রেমের কথা, গানের কথা, সাহিত্যের কথা, এবং ধর্মের কথা।
১) আকাশের ওই মিটি-মিটি তারার সাথে কইবো কথা, নাইবা তুমি এলে–এটা প্রেমের কথা।
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে–এটা গানের কথা।
মাথার উপর আকাশ ভেঙে পড়ল–এটা সাহিত্যের কথা।
আকাশ নীল–এটা জ্ঞানের কথা।
আকাশ একটি শক্ত মজবুত সুরক্ষিত ছাদ–এটা ধর্মের কথা।
আকাশ বলে কিছু নেই–এটা বিজ্ঞানের কথা।
২)
চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই–এটা প্রেমের কথা।
আকাশে সূর্য আছে যতদিন, তুমি তো আমারি, আর কারো নও–এটা গানের কথা।
সূর্য পূর্বদিকে ওঠে, পশ্চিমদিকে অস্ত যায়–এটা জ্ঞানের কথা।
সূর্য পঙ্কিল জলাশয়ে ডুব দেয়, তারপর আরশের তলায় গিয়ে সিজদারত থাকে, তারপর শয়তানের দুই শিং-এর মাঝখান দিয়ে উদিত হয়–এটা ধর্মের কথা।
সূর্য উদিত হয় না, অস্তও যায় না, পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন-রাত হয়–এটা বিজ্ঞানের কথা।
Leave a Reply