হয়ে গেল দোল! দোল মানে -> এ নিয়ে নাগরিক ব্লগে ব্লগার প্রভাষকের এই “দোলযাত্রা” পোস্টটাই দেখা যেতে পারে।
তবে আসল চুতরাপাতাটা একটা মন্তব্যে, এখানে তুলে দিলাম।
তবে কিঞ্চিত ১৮+ আগেই সতর্ক করে দিলাম।
——————————-
কমেন্টাইছেন: ইস্কন (not verified) » ৯ মার্চ, ২০১২, শুক্রবার, ০৭:১০ প্রথমভাগ
দোলের সংক্ষিপ্ত ইতিহাস এরকমঃ
এক পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণের মারাত্মক রকম সেএণ্ডক্স ওঠে। দারওয়ান বাঁশিতে ফু দিলেই যেমন কুকুর দৌড়ে আসে, তেমনি শ্রীকৃষ্ণের ডাকাতিয়া বাঁশির সুরে দিওয়ানা হয়ে রাধিকা দৌড়ে বৃন্দাবনে আসে – আর যায় কোথায়? সাথে সাথে ধোরে শুইয়ে উত্থাল পাথাল শুরু করে দেয়। সারারাত ধরে লীলা খেলা করার ফলশ্রুতিতে সকালে রাধিকার সারা শরীর রক্তাক্ত হয়ে ওঠে। সে এ অবস্থায় বাইরে যেতে অস্বস্তি বোধ করে। বাধ্য হয়ে কৃষ্ণ তখন গোপীদেরকে আদেশ করে হোলি খেলায় মত্ত হতে। খেলা শুরু হওয়ার পর যখন সবাই লালে লাল হয়ে যায়, রাধা তখন নিশ্চিন্তে স্বামী গৃহে ফেরত যায়।
———————————
Leave a Reply