• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

যখন ইয়ে হয়েছিল, তখন কোথায় ছিলেন

You are here: Home / ধর্মকারী / যখন ইয়ে হয়েছিল, তখন কোথায় ছিলেন
November 18, 2016

যখন নাস্তেক শয়তানেরা ষড়যন্ত্র করে আমাদের আদি পিতা মোহাম্মদ আদম (আঃ) এবং আদি বিবি মোসাম্মত হাওয়া বেগম (রাঃ)-কে বেহেস্ত থেকে বিতাড়িত করল, তখন কোথায় ছিল আপনাদের মানবতা?

যখন পেটের দায়ে আমাদের পিচ্চি আলামিন (সাঃ) মরুভূমির প্রখর রোদে গরমে পুড়ে চাচার বকরি চড়াতেন, তখন কোথায় ছিল আপনাদের এত সহানুভূতি?

যখন ইউরোপ-আমেরিকা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ট জোয়ান মর্দ হার্টথ্রব মহানায়ক মুহাম্মদ (সাঃ)-কে মক্কা থেকে ঘাড় ধাক্কা দিয়ে কুকুরের মত দুর দুর করে তাড়িয়ে মদিনায় হিজরত করতে পাঠিয়ে দিয়েছিল, কই তখন আপনারা কেউ তো সৌদি আরবের পতাকার রঙে প্রোফাইল পিক রাঙান নাই!

যখন খাবারের অভাবে আমাদের বীরযোদ্ধা রাসুল (সাঃ) রাতের অন্ধকারে ঘুম হারাম করে গ্রামে গ্রামে ডাকাতি-রাহাজানি করতেন, তখন কোথায় ছিল সেই ঘুমহারা হতভাগাকে নিয়ে আপনাদের জ্বালাময়ী ব্লগ?

যখন আমাদের বিশ্বপ্রেমিক নবী রাসুলুল্যাহ (সাঃ) ডেটিং-এ না গিয়ে অমুসলিমদের সাথে এত কষ্ট করে এত কষ্ট করে এত কষ্ট করে যুদ্ধ করে করে বিবি-দাসী জোগাড় করতেন, তখন কোথায় ছিল আপনাদের এত হাহাকার ভরা মধ্যরাতের স্ট্যাটাস?

যখন ইসরায়েল চক্রান্ত করে আমাদের প্রাণপ্রিয় মহানবী (সাঃ)-কে বিষ খাইয়ে তিলে তিলে যন্ত্রণা দিয়ে হত্যা করেছিল, তখন কোথায় ছিল আপনাদের হ্যাশট্যাগ?

যখন… নাহ থাক! আপনারা তো আবার বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারেন না, অথচ নিজেদের মুক্তমনা বলে দাবী করেন। শেষে আমাকেই কিনা চাপাতি মেরে আনফ্রেণ্ড-ব্লক করে বসবেন!

Category: ধর্মকারী
Previous Post:পরিহাস্য পরিকল্পনা
Next Post:নিত্য নবীরে স্মরি – ২৬২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top