• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

চাপাতির কোপ থেকে বাঁচার কয়েকটি উপায়

You are here: Home / ধর্মকারী / চাপাতির কোপ থেকে বাঁচার কয়েকটি উপায়
April 26, 2016

চাপাতির কোপ থেকে বাঁচার কয়েকটি উপায়
================================
১) পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।
২) দাড়ি রাখুন, মাথায় টুপি, টাকনুর উপর প্যাণ্ট, বোরখা পরুন।
৩) ঢিলেঢালা বোরখা পরুন যাতে স্তন, নিতম্ব এবং পেট-পিঠের কোন চর্বির ভাজ না বোঝা যায়। হাতে-পায়ে মোজা পরুন, ও চক্ষু ঢেকে রাখুন।
৪) বোরখার রঙ অবশ্যই কালো হতে হবে। রঙিন কাপড় বর্জন করুন।
৫) ফ্যাশন এড়িয়ে চলুন। লিপিস্টিক, নেইলপালিশ বর্জন করুন।
৬) ব্রাশ-টুথপেস্ট বর্জন করুন। মেসওয়াক ব্যবহার করুন।
৭) ঢিলাকুলুখ ব্যবহার করুন।
৮) স্বামীর অনুমতি ব্যতীত বাইরে বের হবেন না।
৯) যাদের স্বামী নাই বা স্বামীর অনুমতি নাই, তার ঘরের মধ্যে থাকুন।
১০) মাদ্রাসায় পড়ুন এবং পড়ান। ইহুদি-নাসারাদের শিক্ষাব্যবস্থা স্কুল-কলেজ, বই-পুস্তক পরিহার করুন।
১১) আসল পুরুষ হলে চারটে করে বিয়ে করুন।
১২) পিচ্চি বোন-মেয়ে থাকলে বুড়ো দেখে বিয়ে দিয়ে দিন।
১৩) শিল্প-সাহিত্য বর্জন করুন।
১৪) ইহুদি-নাসারাদের চিকিৎসা পদ্ধতি বর্জন করুন। দোয়া-দরুদে আস্থা রাখুন।
১৫) কালোজিরার চাষ করুন।
১৬) হিন্দুয়ানী বাংলা ভাষা বর্জন করুন। উর্দু-আরবিতে কথা বলা অভ্যাস করুন।
১৭) বিধর্মীদের বিরুদ্ধে জেহাদ করুন। মন্দির-মূর্তি ভেঙে ফেলুন। গণিমতের মাল ভাগ করে নিন (নবী-আল্লাহর ভাগটা দিতে ভুলবেন না যেন।)
১৮) গাছ কাটুন। খেঁজুর গাছ লাগান। মরুভূমি বাঁচান।
১৯) খেলাধূলা বাদ দিন। শুধু বিবিদের সাথে খেলা চলবে।
২০) বিনোদন বাদ দিন। শুধু বেলিড্যান্স চলবে।
২১) সানি লিয়নকে ডিলিট দিন। ওয়াজ শুনুন (প্রকাশ্যে)। হাত মারুন (গোপনে)।
২২) অফিস-আদালত বন্ধ করুন। কাজি অফিস আর শরিয়া আইন খোলা রাখুন।
২৩) প্রতি বাক্যের আগে-পরে আলহামদুলিল্লাহ, সুবাহানাল্লাহ, মাসাল্লাহ বলুন।
২৪) ইসলামের আগে যথাযথ ভাবে চাপাতির ধর্ম পালন করুন।
২৫) সহিহ মুসলমান হোন, ফেসবুক বর্জন করুন।

বিঃদ্রঃ কোনো বিষয় বাদ গেলে জঙ্গীদের কাছ থেকে জেনে এসে এখানে কমেণ্ট করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।

Category: ধর্মকারীTag: ইসলাম ধর্ম
Previous Post:ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
Next Post:সহিহ মুসলমান হোন, চাপাতির কোপ থেকে বাঁচুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top