কিছু লিখতে ইচ্ছে করছে না! পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কোনো ভাবেই এর গতিরোধ করা আর সম্ভব না মনে হয়। তবে এত অল্প জায়গায় এত বিপুল জনসংখ্যা নিয়ে বাংলাদেশের অবস্থা হবে পাকিস্তানের চেয়েও ভয়াবহ।
নদীনালা শুকিয়ে যাচ্ছে, গাছপালা উজাড় হচ্ছে, ফসলি জমি কমে আসছে, তাপমাত্রা বাড়ছে, ভূমিকম্প কড়া নাড়ছে, খাবারে ভেজাল, দিন দিন আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ-দুর্নীতির মাত্রা বৃদ্ধি, অসৎ কর্মচারী, অযোগ্য রাজনীতিবিদ, একের পর এক খুন, চাপাতির ঝনঝনানি, কুশিক্ষায় শিক্ষিত অযৌক্তিক মানুষের সংখ্যা বৃদ্ধি, অসহিষ্ণুতা, ভিন্নমতকে হত্যা করা, যুক্তির বদলে বিশ্বাস নিয়ে চোখ কান বুজে থাকা, অন্যায়-অবিচার দেখেও প্রতিবাদ না করা, আর সবশেষে ধর্মীয় উন্মাদনা তো আছেই। যে কয়টা মানুষ এই অন্ধকারের দিকে ধাবিত হওয়া রোধ করতে অন্তত বালির বাঁধের মত সামনে এসে দাঁড়িয়েছিল, তাদেরকেও একে একে শেষ করে দেয়া হচ্ছে।
যারা বুঝতে পারছে, যাদের একটু সামর্থ আছে–যে যেভাবে পারছে, দেশ ছেড়ে পালাচ্ছে শুধু ভবিষ্যত প্রজন্মের জীবনের নিশ্চয়তার জন্য। বাকিদের জীবন হবে শেয়াল-কুকুরের মত! দেখতে দেখতে চোখের সামনে মাত্র কয়েকটা বছরে সোনার বাংলাদেশ থেকে কী হতে কী হয়ে গেলো!
তারাই ভালো আছে বা থাকবে যারা দেশের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে দেশের কোনো খবর না রেখে থাকতে পারবে। সেটা কি কখনো পারবো!
“…ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়…”
একটা কাক মারা গেলে বাকি কাকগুলোর প্রতিক্রিয়া দেখেছেন? শুধু এই জন্যই আর সব বাদ দিয়ে শুধু কাক হয়ে ফিরে আসতে ইচ্ছে হয়।
এই বাংলার মানুষ নামের প্রাণীগুলো সামান্য কাকের কাছে হেরে গেছে অনেক কাল আগেই…
Leave a Reply