কাজী নজরুল ইসলাম লিখেছিলেন:
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।
◩
জুপিটার জয়প্রকাশ লিখলেন:
তুমি সুন্দর তাই ঢেকে রাখি বলো
সে কি মোর অপরাধ?
নীলাকাশ যদি মেঘ রাখে ঢেকে
বলে না তো কিছু চাঁদ।
ছিপি আঁটা থাকে পানীয় তরল
পাতা দিয়ে তরু ঢাকে তার ফল
ফলেরও ভিতর ঢাকা রয় আঁটি
করে না তো প্রতিবাদ।
সত্য গোপন রবে না জেনেও
মনে চেপে রাখি কথা
সবার উপরে দিয়েছে যা বিধি,
নিচু করি সেই মাথা।
ঢাকিতে তোমার রূপ মনোহর
এনেছি বোরখা, ওগো সুন্দর
করুণা করিয়া মিটাও গো মোর
জীবনের এই সাধ।
তুমি সুন্দর তাই সিন্দুকে রাখি
সে কি মোর অপরাধ?
Leave a Reply