• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

৫ বছরের কন্যাশিশুটিও যখন ধর্ষনের শিকার হয়, তখন পর্দা প্রথার কি যোক্তিকতা থাকে?

You are here: Home / চুতরাপাতা / ৫ বছরের কন্যাশিশুটিও যখন ধর্ষনের শিকার হয়, তখন পর্দা প্রথার কি যোক্তিকতা থাকে?
March 4, 2012

লিখেছেন: Anworhossain Farmer

৫ বছরের কন্যাশিশুটিও যখন ধর্ষনের শিকার হয়,তখন পর্দা প্রথার কি যোক্তিকতা থাকে?
পর্দা প্রথাই যদি যোক্তিক হয় তাহলে ছেলেশিশুরা কেন বিকৃত যৌন রুচির শিকার হয়?
কেন শুধু গরীব ঘরের মেয়েরাই ধর্ষনের শিকার হবে?কেন গার্মেন্টস এ কর্মরত নারীরা যৌন হয়রানীর শিকার হবে প্রতিদিন?কেন ব্যাংক,বীমা,হাসপাতাল,বহুজাতিক কোম্পানী,মোবাইল কোম্পানীর উচ্চপদস্ত মহিলা কর্মীরা এই যৌন হয়রানি থেকে তুলনামূলকভাবে মুক্ত?কেন তারা কি পর্দানশীল মহিলা?ধর্ষকদের শিশ্ন কেন তাদের বেলায় উত্তেজিত হয়না ?
আমিতো কোন প্রভাবশালী পরিবারের মেয়েকে ধর্ষিত হতে শুনিনাই !
এদেশের এম পি মন্ত্রীদের নিকট আত্বীয়দের কোন মেয়ে কি ইভটিজিং কিংবা যৌন হয়রানির শিকার হয়?কই ? হলিউড বলিউডের নায়িকারা কি গরিব ঘরের মেয়েদের মতো ধর্ষিত হয়?
তাহলে ধর্ষনের সাথে পর্দাপ্রথার সম্পর্ক কি ?

আমি,আমার বাবা,আমার দাদা,আমার দাদার দাদার চোদ্দগুষ্টির পুরুষদের মধ্যে কেউ কখনো কোন নারীকে ধর্ষন করেনাই! কেন?আমাদের ৮ প্রজন্মের হাজার তিনেক পুরুষরা কি কখনো বেগানা নারী দেখেনাই ,যা দেখলে শরিয়া মোতাবেক শিশ্ন উঞ্চতা ঘটে?
এদের কি পুরুষত্ব ছিলোনা?নাকি,এরা সবসময় বংশ মর্যদা,মান সম্মান,সামাজিক অবস্থান,কিংবা আদর্শগত কারনে কোন নারিকে ধর্ষন করার সাহস পায়নি?
এবং কেন এই আট প্রজন্মের কোন নারী ধর্ষিত হয়নি?
নাকি এরা প্রভাবশালী বলেই ধর্ষকদের যৌনাঙ্গ বরাবরই নেতিয়ে পড়েছে?
অথবা ধর্ষকরা আগে থেকে জেনে গেছে,এই বংশের নারীরা পর্দা দ্বারা সুরক্ষিত না হলেও এরা সামাজিকভাবে অরক্ষিত নয়?
তাহলে পর্দাপ্রথার মূল্য কি?

নাকি যুগে যুগে যারা প্রলেতারিয়েত, বঞ্চিত,লাঞ্চিত!
তারাই হয়েছে ধর্ষিত?
প্রর্দাপ্রথার সাথে ধর্ষনের কোন সম্পর্ক নাই?
কুলাঙ্গার পুরুষ নারীকে যেখানে সুযোগমতো পেয়েছে সেখানে ধর্ষন করেছে?সেখানে নারীকে বাধ্য করেছে আগুনে ঝাঁপ দিতে?যেখানে সুযোগ পেয়েছে,সেখানেই কন্যাশিশুকে জীবন্ত কবর দিয়েছে,সেখানেই অনাগত কন্যার ভ্রুন হত্যা করেছে!নিজের অধিকারের কথা বলায় দেশ থেকে বিতাড়িত করেছে!যৌন হয়রানি করে যাচ্ছে,ইভটিজিং করে যাচ্ছে !
তাই প্রকৃত বিচারে এসবের সাথে প্রর্দাপ্রথার সম্পর্ক থাকতে পারেনা!
তাই গ্রামের গন্ডমূর্খ হোক,জমির আল ঠেলা কাঠ মোল্লা হোক,কিংবা জাকির নায়েকের মতো পণ্ডিতই হোক যদি পর্দাপ্রথার পক্ষে কথা বলে,তাহলে বুঝতে হবে হয়তো তার কান্ডজ্ঞানে সমস্যা আছে নয়তো সে ব্যাক্তি অমানুষ !

কুলাঙ্গার পুরুষ সুযোগ পেয়ে নারীকে ধর্ষন করেছে ৭১ এর মুক্তিযুদ্ধে,ইরাক যুদ্ধে,আফগানিস্থানে,লিবিয়া,ভিয়েতনামে!এবংকি পাকিস্থানে ‘মোল্লাহ’নামের পুরুষটি নারীকে কবর থেকে উঠিয়েও ধর্ষন করেছে !
তারপরও কি বলা যায়,পর্দাহীন নারীরাই ধর্ষিত হচ্ছে?

Sunday, March 4, 2012

ধানমন্ডি,গুলশান,বনানী এলাকার মেয়েরা যে পরিমানে বেপর্দায় চলাফেরা করে সে পরিমানে ধর্ষিত হয় কি?
সেই তুলনায় কামরাঙ্গির চরের মেয়েরা শালীন পোশাক পরেও কেন বেশি ধর্ষিত হবে?

ধর্ষনের ঘটনাগুলো বিশ্লেষন করলে দেখা যায়,যারা ধর্ষক তারা প্রভাবশালী পরিবারের ছেলে,পেশাদার সন্ত্রাসী ,রাজনৈতিক ক্যাডার ইত্যাদি হয়ে থাকে?
অন্যদিকে ধর্ষিতা হয় রাষ্টিয় এবং সামাজিকভাবে নির্যাতিত,নিপিড়ীত,প্রতারিতরা!
কেন?

সুতারাং পর্দা প্রথার সাথে ধর্ষনের সম্পর্ক কি?

রেলষ্টেশন,বাসষ্টেশন,হাট বাজারে বসবাসরত নারী মানষিক প্রতিবন্ধিরা প্রতি রাতেই ধর্ষিত হয়!
এখন কি,রাষ্ট্র তাদেরকে পর্দা দ্বারা সুরক্ষিত করবে?
নাকি মৌলবাদিরা করবে?
আমরা কি জানিনা,বিকৃত রুচির কুলাঙ্গার পুরুষ দ্বারা গ্রামের গরু ছাগলও বলাত্‍কার হয় ?
এক্ষেত্রে বেপর্দায় চলার কারনে ধর্ষিতা নারীর মতো কি গরু ছাগলকেও দোররা মারা হবে?
ছাগলকে দোররা মারার দায়িত্ব কি মসজিদের ইমাম সাহেবরা নিবেন?

প্রায়শ,গ্রামের মেয়েরা রাতের বেলা প্রাকৃতিক কাজ সারাতে গিয়ে আগে থেকে ওত্‍ পেতে থাকা ধর্ষক দ্বারা ধর্ষিত হচ্ছে!
এক্ষেত্রে দায় কার?
বাথরুমে যাওয়ার সময় কি পর্দাপ্রথা বাধ্যতামূলক করা হবে?

মেয়েরা স্কুলে গিয়ে ধর্ষিত হচ্ছে,ভার্সিটিতে হচ্ছে,গার্মেন্টস এ হচ্ছে!
কখনো কি কোন মেয়ে রিক্সায় চড়তে গিয়ে রিক্সাওয়ালা কর্তৃক ধর্ষিত হয়েছে ?
হয়না,এজন্যই যে রিক্সাওয়ালারা প্রলেতারিয়েত?
তাদের সাধ্য নেই কোন মেয়েকে ধর্ষন করে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা আদায় করে নেওয়ার?

সমাজে যারা প্রলেতারিয়েত,চরমভাবে দারিদ্র,অর্থনৈতিকভাবে বিপন্ন,কিংবা নিন্মবিত্তের মানুষ তারাই পুরুষ দ্বারা প্রতারিত হচ্ছে প্রতিদিন,নারী ও শিশু পাচারকারী চক্রের শিকার হচ্ছে,বাল্য বিবাহের শিকার হচ্ছে,বহুবিবাহের শিকার হচ্ছে,ধর্ষীত হয়ে দোররার শিকারও হচ্ছে!
কেন?
অন্যদিকে অভিজাত এলাকার নারী কর্তৃক পুরুষরাই শিকার হচ্ছে যৌন হয়রানি সহ নির্যাতন,নিপীড়নের!
কেন ?

সৌদি আরব,আরব আমিরাত,ওমানের মতো মুসলিম দেশগুলোতে মেয়েরা বাবা কর্তৃক,বোনেরা ভাই কর্তৃক ধর্ষিত হচ্ছে!কিংবা আপোষে চলছে উগ্র যৌনচর্চা !
এবং অনেকক্ষেত্রে ঐসব দেশে গৃহ শ্রমিক হিসেবে কর্মরত বাংলাদেশীরা হয়তো বাধ্য হয় গৃহকর্তীর সাথে যৌনাচারে লিপ্ত হতে নয়তো চাকুরী হারিয়ে দেশে ফেরত আসতে!
এক্ষেত্র পর্দা প্রথার কার্যকারিতা কি ?
যৌন হয়রানি থেকে পুরুষের মুক্তি পাওয়ার ব্যাবস্থা কি?

কয়দিন আগে আই এম এফ প্রেসিডেন্টের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে,হোটেল কর্মীকে ধর্ষন চেষ্টার!
প্রশ্ন হচ্ছে,ঐ প্রেসিডেন্ট কি মিশেল ওবামা,কন্ডোলিজা রাইস,ব্রিটেনের রাণী এলিজাবেথ,কিংবা সমপর্যায়ের ক্ষমতাবান নারীদের যৌন হয়রানি করার সাহস করবে?
যদি না হয়!তাহলে কি এটাই প্রমাণিত নয় যে,যেখানে নারীরা ক্ষমতাবান সেখানে পুরুষ নির্যাতিত হয়?
যেখানে পুরুষ ক্ষমতাবান সেখানে নারীরা নির্যাতিত হয় ?যুগ যুগ ধরে তাই ঘটছে ?
ধর্ষক,ধর্ষিতার চাইতে অধিক ক্ষমতাবান?
তা ধানমন্ডি,গুলশান, বনানী হোক,কিংবা মক্কা মদীনা,রিয়াদ,জেদ্দা,দুবাই,শারজা,মাস্কট,ওয়াসিংটন,লন্ডনই হোক ?

গুয়ান্তানামা বে কারাগারে মার্কিন নারী সৈনিক দ্বারা তালেবান,আল কায়েদা জঙ্গীদের যৌন হয়রানিতেও কি প্রকাশ পায়না,ধর্ষন কিংবা যৌন হয়রানি,দুর্বলের প্রতি ক্ষমতাবানের স্বাভাবিক নির্যাতন?
ধর্ষন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়?
যতদিন ক্ষমতায় সমতা আসবেনা,ততদিন নির্যাতন বন্ধ হবেনা?
যৌন হয়রানি ও ধর্ষন বন্ধ হবেনা ?

এইও কি সহজে বোধগম্য নয়,এদেশের কোন ধর্ষক শেখ হাসিনা কন্যা পুতুলকে ধর্ষন করার ক্ষমতা রাখেনা?
বরং পুতুল ক্ষমতা রাখে এদেশের হাজার হাজার পুরুষকে যৌন হয়রানি করার ?
তারেক জিয়া,কোকোও ক্ষমতা রাখে হাজার খানেক নারীকে ধর্ষন করার!হয়তো করেছেও!
প্রতিমুহর্ত্বে করে যাচ্ছে,অতীতেও করেছে,মুজিব পুত্রও করেছে!

সুতারাং এটাই সত্যি,ক্ষমতার অপপ্রয়োগই নির্যাতন,নির্যাতনের অন্যরুপ ধর্ষন কিংবা যৌন হয়রানি!

কোমলমতি বন্ধুরা কি ভেবে দেখবেন,নারীতান্ত্রিক সমাজ ব্যাবস্থার কথা,যেখানে কোন পুরুষই সাহস করতে পারেনা,কোন নারীকে ধর্ষন করতে!সে নারী যতই বেগানা চলুক!যতই যৌন উদ্রেগ হওয়ার মতো পোষাক পরিচ্ছেদ করুক?

কিংবা কয়জন বাঙলাদেশির সাহস আছে,ব্রাজিল,ইতালি,নেদারল্যান্ড,সিঙ্গাপুরের মতো দেশে ব্রা পেন্টি পরা নারীকে ধর্ষন করার ?
তখন কেন শিশ্ন উঞ্চতা ঘটে না !
তারপরও কি বলা যায়না,শিশ্ন উঞ্চতা ঘটতে ক্ষমতা লাগে?নিজের সক্ষমতা অনুযায়ী ক্ষমতার চর্চা করতে হয়?

(আপডেটেড: মার্চ ৫, ২০১২)

(চলবে…)

Category: চুতরাপাতাTag: ইভটিজিং, পর্দা প্রথা
Previous Post:হিংস্রতা – ইছলামী শান্তির আরেক নাম
Next Post:কাফেরীয় প্রযুক্তি-পণ্য > ব্যবহারে মমিনরা ধন্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top