লিখেছেন- প্রণব আচার্য্য
ডাইনে দেখি বামে দেখি পুবে পশ্চিমে
থাকুক না হয় নাই থাকুক দ্বৈতে অদ্বৈতে
আমার কথা আমি কমু আমিই বান্ধুম গান
মানুষেরই কীর্তি মুখর আমগো ধরাধাম
প্রকৃতি বানাইছে খেয়ালে পারুম না কৈতে
দুনিয়া নন্দিত হৈসে সুন্দর পুরুষে নারীতে
ছেলে মানুষ মেয়ে মানুষ কোন অর্থ নাই
মানুষেরে মানুষ ভাবাই ইবাদত রে ভাই
Leave a Reply