লিখেছেন: মাওলানা দুরের পাখি
একটি দম্ভপূর্ণ, রুঢ় এবং হামবড়া বিবৃতি : এই সুবিশাল মহাবিশ্বের একটি অত্যন্ত সাধারণ কোণায় একটা সাদামাটা সৌরজগতে কোন এক চান্সে কাদাপানি থেকে পাওয়া জীবনের অতিধীর অতি অগোছালো কিছু উন্নয়নের মধ্য দিয়ে স্রেফ ভাগ্যের জোরে এই জীবন । আমাদের জ্ঞান আর সামর্থ্যের সীমা এত ছোট যে এখনো জানিনা আমরা কেন এইখানে, কিভাবে এলাম, এই ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইলব্যাপী মহাবিশ্বই বা কীভাবে এলো । আমাদের ছাড়াও এই সবকিছু কোটি কোটি বছর ধরে ছিলো । আমাদের তুচ্ছ জীবন শেষ হওয়ারও কোটি কোটি বছর পর পর্যন্ত সব এইভাবেই থাকবে ।
একটি বিনয়পূর্ণ, নিরহংকার এবং মাটির মানুষীয় বিবৃতি : এই ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইলব্যাপী মহাবিশ্ব আর তার ভিতরের ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, গ্রহ , গ্যাস যা কিছু আছে তার সবই আমাদের জন্য তৈরী । এই সুবিশাল মহাবিশ্ব এবং আরো অনেক কিছু যিনি কেবল উচ্চারণের মাধ্যমে নিমিষেই তৈরী করে ফেলতে পারেন, সেই অকল্পনীয় শক্তিশালী সৃষ্টিকর্তা ব্যাক্তিগতভাবে আমাদের একেকজনের প্রাত্যাহিক কার্যাবলীর হিসাব রাখেন । পেটের কষা থেকে শুরু করে বিবাহ, সন্তান এই সমস্ত যাবতীয় ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের বরাদ্দ পর্যালোচনা করেন । এমনকি তিনি আমার আবেদনের প্রেক্ষিতে তার নিজস্ব মতামত পরিবর্তন পরিমার্জন করে আমার চাওয়া অনুযায়ী জিনিস আমাকে দান করেন । এই পৃথিবী , গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আমার শরীর সহ অনন্তকাল ধরে থাকবো, খাবো দাবো , অসংখ্য অনিন্দ্য সুন্দরীর সাথে লাগাবো আর লাগাবো । যারা আমার মতের বিরুদ্ধে বলে তাদেরকে সৃষ্টিকর্তা ব্যাক্তিউদ্যোগে অনন্তকাল ধরে আগুনে পোড়াবেন, ছুরিতে কাটবেন আর আমি স্বর্গ থেকে সেসব দেখে দেখে হাসবো ।
Leave a Reply