খবরঃ মন্দির ভাঙছে মুসলমানরা। মসজিদ ভাঙছে হিন্দুরা।
আমার পর্যবেক্ষণঃ
>>> মুসলমান কিছু মুসলমান মানুষ অবলীলায় ভগবানের ঘরে আগুন লাগিয়ে গদাম দিয়ে দিল অথচ হিন্দুদের ভগবান সাধারণ এইসব মানুষদের কোন বালটাই ফেলতে পারলনা! ভগবানের অসীম ক্ষমতা প্রত্যক্ষ করে মানুষ হিন্দুধর্মে দীক্ষিত হতে শুরু করবে!
>>>অপরদিকে কিছু হিন্দু মানুষ আল্লাপাকের ঘরের জানালা দরজা ভাইঙ্গা সেই ঘরে আগুন দিয়ে দিল সর্বশক্তিমান আল্লাপাক নূরানী জর্দা মাখিয়ে পান চাবাইতে চাবাইতে দেখা ছাড়া কোন বালটাও ফেলতে পারল না! সর্বশক্তিমান আল্লাপাকের অসীম ক্ষমতা দেখে আমি বিমোহিত! শ্রদ্ধা ও বিশ্বাসের খুঁটি আরও মজবুত হয়ে গেল।
সমস্বরে বলুন- জয় বাবা লোকনাথ, আল্লাহু আকবর!
–Zobaen Sondhi
Friday, February 10, 2012 at 1:42pm
Leave a Reply