• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

কুমারী মাতার গর্ভে যীশুর জন্ম নিয়ে আসিফ মহিউদ্দীনের চুতরাপাতা

You are here: Home / চুতরাপাতা / কুমারী মাতার গর্ভে যীশুর জন্ম নিয়ে আসিফ মহিউদ্দীনের চুতরাপাতা
February 8, 2012

তর্কের খাতিরে মেনে নিচ্ছি, যীশুর জন্ম কুমারী মাতার থেকেই হয়েছিল। ভাল কথা, কোন আপত্তি নাই।
যারা অন্তত ক্লাশ সেভেন এইটের বই পড়েছেন, তারা জানেন নারীর শরীরে থাকে এক্স এক্স ক্রোমোজম, পুরুষের শরীরে এক্স ওয়াই।
এক্স এক্স + এক্স ওয়াই= এক্স এক্স(মেয়ে) অথবা এক্স ওয়াই(ছেলে)।
তাই তো?

ইসলামিস্টদের মতে, যীশু বা ইশার জন্ম কোন পুরুষ বা আল্লা বা ফেরেশতার যৌন সম্পর্ক ছাড়াই হয়েছিল। কিন্তু পুরুষের ওয়াই ক্রোমোজ়োমটা ছাড়া সন্তান হিসেবে কিছুতেই একজন পুরুষ উৎপন্ন হওয়া সম্ভব নয়। তাই ইসলামিস্টদের দেয়া তথ্য অনুসারে বুঝতে হয়, বিবি মরিয়ম একজন পুরুষ ছিলেন।
তা না হলে ওয়াই ক্রোমোজোমটা কোথা থেকে আসলো? নারীর শরীরে ওয়াই ক্রোমোজম উৎপন্ন হওয়া মানেই মরিয়ম বিবি কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন যার ফলে তার শরীরে ওয়াই ক্রোমোজম উৎপন্ন হওয়া শুরু করে। তাই বুঝতে কষ্ট হয়, না, বিবি মরিয়ম একজন পুরুষে পরিণত হয়েছিলেন।(নাউজুবিল্লাহ)

এবারে আসুন খ্রীষ্টানদের মতে কি হয়েছিল সেদিকে দৃষ্টি দেই।
পুরুষের ওয়াই ক্রোমোজ়োমটা ছাড়া যেহেতু সন্তান হিসেবে কিছুতেই একজন পুরুষ উৎপন্ন হওয়া সম্ভব নয়, তাই হলি স্পিরিট বা গড বা আল্লা বা ঈশ্বরের বীর্যে ওয়াই ক্রোমোজোম থাকাটাই স্বাভাবিক।
তাই ধরে নিতে হচ্ছে, ঈশ্বর একজন রক্তমাংশের বীর্যবান পুরুষ মানুষ, যার শরীরে ওয়াই ক্রোমোজম তৈরি হয়। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন জাগে, এখন ঈশ্বর তার যৌন চাহিদা কিভাবে মেটাচ্ছেন? স্বর্গে কি ঈশ্বর এবং ভার্জিন মেরী সংসার পেতেছেন? স্বর্গে তাদের কি আর কোন সন্তান হয়েছে? এত ঘটনার পরেও মেরী কি এখনও ভার্জিন আছেন?
আর ঈশ্বর যদি একজন ওয়াই ক্রোমোজম তৈরিতে সক্ষম বীর্যবান পুরুষ নাই হয়ে থাকে, তিনি যদি ক্লীব লিঙ্গই হয়ে থাকেন, তবে যীশু অবশ্যই একজন নারী ছিলেন। কারণ শুধুমাত্র মেরীর শরীর থেকে যীশু জন্ম নিয়ে থাকলে যীশুর ওয়াই ক্রোমোজম থাকার কোন সম্ভাবনাই নাই।

এই দুই চিন্তা করতে অক্ষম বিশ্বাসী ভেড়ারপালের বাইরে যারা নিজের মাথা খাটাতে পারেন, তারা আসল ঘটনা ঠিকই অনুধাবন করতে পেরেছেন। 😉

আল্লা/ঈশ্বর/ভগবানের ওয়াস্তে মাথা খাটান। বিশ্বাস করতে মাথা খাটাতে হয় না, চিন্তা করতে অবশ্যই খাটাতে হয়।

–আসিফ মহিউদ্দীন
December 26, 2011
http://www.facebook.com/atheist.asif/posts/283938431653592

Category: চুতরাপাতাTag: আসিফ মহিউদ্দীন
Previous Post:আধিপত্যবাদকে নিয়ে আসিফ মহিউদ্দীনের কিছু চুতরাপাতা
Next Post:বামানুভূতিকে আসিফ মহিউদ্দিনের হালকা ডলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top