• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

বাইচা থাকাই সবচেয়ে বড় ধর্ম

You are here: Home / চুতরাপাতা / বাইচা থাকাই সবচেয়ে বড় ধর্ম
September 4, 2015

গোপাল ভাঁড়ের গল্প মনে হয়–কে যেন এসে গোপাল ভাঁড়রে কইল, অমুকরে সাপে কামড়াইছে।
গোপাল জিগাইলো, কই কামড় দিছে?
মাথায়।
উত্তর শুইনা গোপাল ভাঁড় কইল, যাউকগ্যা, চোখ দুইটা তো বাঁচছে!

২. শাহরিয়ার মরে পড়ে রইল। কারো তেমন কোনো বিকার দেখলাম না। বিষয়টা এমন–মরছে মরছে, কোপ খাইয়া রক্তারক্তি তো আর হয় নাই। অতীতে দেখা গেছে–কোপ খাইয়া রক্তারক্তি অবস্থায় লাশ পড়ে থাকলে সেগুলা দেদারসে শেয়ার হয়। শাহরিয়ারের কপাল খারাপ!

৩. লাইক কামানোর লাইগা শাহরিয়ারের লাশের ভ্যালু নাই। তাতে কী, বিদেশী মিডিয়া চরম একখান ছবি পাবলিশ কইরা দুনিয়া কাঁপাই দিছে। এইরাম আমগো দেশেও হয়। কত পোলামাইয়া মরে, কে কার খবর রাখে। যেই সেই মরার ছবি বা ভিডিও পাওয়া যায়, এমনি আমাদের মানুনুভোদা চ্যাগাইয়া ওঠে। তো সেইটাই পোস্ট দেই। কাহিনী হইলো–একটা সিরিয়ান বাচ্চা পাকা পায়খানার লোভে ইউরোপে যাইতে গিয়া পথে মইরা গেছে। মিডল ইস্টে এরকম হাজার হাজার শিশু মরতেছে। কিন্তু এই বাচ্চাটার সুন্দর একটা ছবি পাওয়া গেছে, অমনি মার হ্যাশট্যাগ–সেইভগাঁজা… চারদিকে মুসলমানুনুভোদা জাইগা উঠছে আবার… (আচ্ছা রোহিঙ্গাগো জায়গা দেয়ার ব্যাপারে আমাদের মানুনুভোদাবাদীগো অবস্থান জানি কী আছিল? এবং কেন?)

৪. মিথ্যুক ভণ্ড যুদ্ধবাজ খুনী লুইচ্চা ধর্ষক শিশুকামী দাসীকামী পুত্রবধুকামী ছুঁড়িকামী বুড়িকামী–মহাউন্মাদ কী না আছিল। মহাউন্মাদরে পুন্দাইতে তাই আমাদের কোনো কার্পণ্য নাই। এই মহাউন্মাদরে আবার মুসলমান মাত্রই শুধু আইডলই মনে করে না, সুন্নত হিসাবে সে যা যা করছে, মুসলমানরাও তাই তাই করতে চায়। এখন কথা হইলো গিয়া–অন্যায় যে করে আর অন্যায় যে সহে… এই সূত্রানুসারে মুসলমানদের নাম ধইরা ধইরাও পুন্দানো যাবে না কেনু?

৫. আগেও অনেকবার কইছি, পূর্বপ্রজন্ম কোনো এককালে হিন্দু আছিল। তারপর কত কী হইয়া গেলো! সব ধর্মরে সুইদা দিলাম। তারপরেও দেখি কেউ কেউ পাল্লারে ছুপা হিন্দু ট্যাগ দেয়। হাসতে হাসতে লুঙ্গি খুইলা যায়!

৬. অনেকেই নামের মধ্যে ধর্ম খুঁজে পায়। আচ্ছা কন তো, আবদুল নামের যে লোকটা আমিনারে সুইদা মহাউন্মাদ নামক হাওয়ার পুতের জন্ম দিছিল, সেই আবদুল কি মুসলিম আছিল? যদি মুসলিম না হইয়া থাকে তাইলে মহাউন্মাদের বাচ্চারা আমার আবদুল নামটারে ইসলামিক নাম কয় কেনু?

৭. পাল্লা একটা বালছাল…ওয়ান ম্যান আর্মি। তার লেখালেখিও বালছাল। পাল্লার কিছু লিমিটলেস উইয়ার্ড সেন্স অফ ফাকিং বালছাল আছে। ইফ ইউ ক্যান্ট হ্যাণ্ডেল দিস, ডু নট…এগেইন, ডু নট ফাকিং ফলো হিম, এণ্ড ইউ আর মোস্ট ফাকিং ওয়েলকাম টু লিভ হিম ফাকিং এলোন… জাস্ট ফাক অফ ফ্রম হিজ ফাকিং লিস্ট…

৮. গালিবাজ পাল্লা ইজ ব্যাক! যুক্তিতর্কের মায়রে বাপ, আয়েশা বিবিরে মারো …!

৯. খবরদার, লাইক দিয়েন না। ৫৭ ধারায় স্পষ্ট বলা আছে, পাল্লার পোস্টে লাইক দিলেই “আনফ্রেণ্ড”।

১০. হুদাই! নাহ, হুদাই না। মানবধর্ম না বাল, বাইচা থাকাই সবচেয়ে বড় ধর্ম।

Category: চুতরাপাতাTag: ফেসবুক স্ট্যাটাস
Previous Post:আমার বোরখা-ফেটিশ – ১৫২
Next Post:মুক্তমনা-মানবধর্ম-মানবতা–এগুলা জাস্ট বালছাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top