বর্ণবাদী শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের তাচ্ছিল্য করে ‘কাফির’ বলত।
গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সময়ে একই ভাবে কৃষ্ণাঙ্গদের একবার
‘কাফির’ বলছিলেন। এছাড়া তিনি ভারতীয়দেরকে কৃষ্ণাঙ্গদের তুলনায় ‘উঁচু
স্তরের’ বলেও বর্ণনা করেছিলেন।
২০১৬-তে প্রণব মুখার্জী একটি
গান্ধী ভাস্কর্য ঘানা সরকারকে উপহার দিলে সেটি ইউনিভার্সিটি অব ঘানা’র
ক্যাম্পাসে স্থাপন করা হয়েছিল। এতোদিনে ঘানাবাসীর বোধোদয় হয়েছে–তারা ভাস্কর্যটি অপসারণ করে ফেলেছে গান্ধীকে বর্ণবাদী ট্যাগ দিয়ে।
ফেবুতে যারা নিজেদেরকে ‘এলিট শ্রেণী’ বা ‘উঁচু স্তরের’ বলে মনে করেন, যারা
নিজেদের ধর্ম, বর্ণ, জাত, গোত্র দল, মত, শিক্ষা থুক্কু সার্টফিকেট,
টাকাপয়সা ইত্যাদি নিয়ে গর্ব করেন–আপনাদের ভয় নেই… ঘানাবাসীদের মতো
বোধোদয় আপনাদের লাইকার-ফলোয়ারদের হতে আরো কয়েকশ বছর লেগে যেতে পারে।
Leave a Reply