১০ বছর ধরে দেশের এতো উন্নতি করার পরেও ক্ষমতা হারানোর ভয় থাকবে কেন? শুধু ক্ষমতা হারানোর ভয় নয়, ক্ষমতা হারালে কীভাবে তাদেরকে কচুকাটা করা হবে, তা-ও নেতা-নেত্রীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন। চেতনার এতখানি দেউলিয়াত্ব হলো কেন এবং কীভাবে? যদি সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের পক্ষে থাকে, তাহলে তারা কেন বলে, যে ক্ষমতা হারালে তারা কেউ দেশে থাকতে পারবে না?
রাজনীতিতে নাকি দূরদর্শিতার প্রয়োজন হয়। নেতা-নেত্রীরা নির্বাচনের আগে বুঝতে পারছেন তাদেরকে কচুকাটা করা হবে, বা তারা দেশে থাকতে পারবে না–এটাও এক ধরনের দূরদর্শিতা। এই জিনিসটা তারা কি গত দশবছরে বুঝতে পারেন নাই? পারলে আগে কেন এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যবস্থা গ্রহণ করেন নাই?
নাকি ব্যাপারটা এরকম–দশ বছর ধরে লুটপাত করার সুযোগ করে দেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ… আরো পাঁচ বছর লুটপাত করতে দিলে ভালো, নয়তো কয়েকপুরুষ বসে খাওয়ার যথেষ্ট টাকা বিদেশে জমানো হয়ে গেছে… এবার বিদেশে পুত্র-কন্যাদের সাথে বাকি জীবনটা সুখে-শান্তিতে কাটিয়ে দেই… আর যারা দেশে আছো–তোমরা তোমাদের দেশ নিয়া জাহান্নামে যাও…
Leave a Reply