• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

কে

You are here: Home / ধর্মকারী / কে
May 4, 2016

ঈশ্বরচন্দ্র গুপ্তের “কে” কবিতার সহি হালাল ভার্শন বানিয়েছেন নাস্তিকথন

বল দেখি এ জগতে ধার্মিক কে হয়, 
পরধর্মে ঘৃণা যার, ধার্মিক সে হয়। 
বল দেখি এ জগতে সুখী বলি কারে, 
হুর-লোভে কল্লা কাটে, সুখী বলি তারে। 
বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে, 
শরিয়া মেনে চলে যে, বিজ্ঞ বলি তারে। 
বল দেখি এ জগতে ধীর বলি কারে, 
নামাজে যে ধৈর্যশীল, ধীর বলি তারে। 
বল দেখি এ জগতে মূর্খ বলি কারে, 
মুসলমান নয় যে, মূর্খ বলি তারে। 
বল দেখি এ জগতে সাধু বলি কারে, 
টুপি-দাড়ি আছে যার, সাধু বলি তারে। 
বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে, 
মুহম্মদকে নবী মানে, জ্ঞানী বলি তারে।
Category: ধর্মকারীTag: ছড়া
Previous Post:ক্রুশের ছবি – ১৯
Next Post:নিত্য নবীরে স্মরি – ২৩৬

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top