বোরখাওয়ালীকে একবার জোর করে কিস করতে গেছিলাম, আর ইনবক্সে একজনকে জোর করে ‘ভালোবাসি’ বলে ফেলছিলাম। দুইটা ঘটনাতে দুইজনেই খুব আপসেট হয়ে পড়ছিল। বোরখাওয়ালীর সাথে পরে সম্পর্ক ভালো হয়ে শেষে আবার ভেঙে গেলেও পরের ‘ভালোবাসাটা’ আর ভালো হলো না!
আজ বোরখাওয়ালীর সাথে কথা হচ্ছিল। #মিটু আন্দোলনের প্রসঙ্গে সে, ওই জোর করে কিস করার প্রসঙ্গটা, মনে করিয়ে দিল। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে কইলাম–হ, আমিও!
নিজে খারাপ, তাই আর সব পুরুষকেও নিজের মত খারাপ মনে করতাম–মনে করতাম, সব পুরুষ এক। এখন দেখা যাচ্ছে, দুনিয়ায় ভালো পুরুষের সংখ্যাই বেশি।
কথায় বলে–নিজ ভালা তো দুনিয়া ভালা। কিন্তু নিজে খারাপ হলেই যে দুনিয়া খারাপ হবে, এমন কুনো কতা নাই। দুনিয়ার ভালো পুরুষদের সেলাম!
২) বিশু একবার একটা মজার ওয়েবসাইটের কথা বলছিল–রেইট মাই প্রোফেসরস্… আমেরিকাতে নাকি এমন একটা ওয়েবসাইট আছে যেখানে কলেজ-ভার্সিটির সব প্রোফেসরদের নিয়ে রেটিং করা আছে। কোন প্রোফেসর কেমন পড়ায়, কেমন গ্রেড দেয়, সহজ নাকি কঠিন, কেমন বুঝায়, কেমন হেল্পফুল, ক্লাসের বাইরেও অফিসে গেলে হেল্প করে কি না, ইত্যাদি ইত্যাদি। ছাত্ররা ওসব দেখে তবেই নাকি ঠিক করে ওই প্রোফেসরের ক্লাস নেবে কি না।
বোরখাওয়ালী প্রায়ই তার কলেজের এক টিচারের কথা বলত, যে কিনা প্রায়ই খুব ‘ভদ্রভাবে’ তার দিকে ‘কুনজর’ দিত। কোন একটা সাবজেক্টের একমাত্র টিচার হওয়াতে তার কাছে বাধ্য হয়ে পড়তে হত। অনেক ছাত্রীই পড়ত। শেষ দিনের ঘটনা, স্যার বলছিল–সবাই কত কিছু দিল, শুধু তুমিই কিছু দিলে না।
বোরখাওয়ালী একটা কলম উপহার দিলে স্যার বলছিল–কলম তো কতই আছে।
— তাহলে আর কী চান?
— তোমার সামনে-পিছে কত কিছুই তো ছিল।
— স্যার, তা-ও তো অনেকের কাছ থেকে জোর করে কতই নিছেন…
এর পরে স্যার আর কিছু বলেন নাই।
বোরখাওয়ালী যখন এই স্যারের প্রসঙ্গে বলছিল, ততদিনে তিনি বদলি হয়ে অন্য কোথাও চলে গেছিলেন। মাথা গরম হয়ে গেলেও সেই স্যারকে কিছু করার ক্ষমতা আমার ছিল না। রেইট মাই প্রোফেসরস্-এর মত কিছু করার সামর্থ্যও আমার নাই। তবে আইডিয়াটা অনেকদিন মাথায় ছিল। বিশুকেও বলেছিলাম। সে হেসেছিল শুধু।
জানি আমাদের মতো, সমরেশ বসুর ভাষায়–ডিভাইন খচ্চর বা সাবলাইম খচ্চরদের দেশে ‘মিস-ইউজ’ হবে অনেক, কিন্তু রেইট মাই প্রোফেসরস্ ওয়েবসাইটে কোনো ছাত্র তার কোনো টিচারকে নিয়ে মিথ্যা কিছু বলছে, এমনটা কখনো শুনি নাই। অনেকদিন পরে আবার ভাবছি–এমন একটা ওয়েবসাইট হলে কেমন হয়, যেখানে প্রতিটা মানুষের একটা ‘প্রোফাইল’ থাকবে, আর চেনাজানারা তাকে আরো ভালো করে চিনিয়ে দেবে…
Leave a Reply