আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাঁচি দিবে, তখন সে যেন বলে, আলহামদুলিল্লাহ।’ (তা শুনে) তার ভাই বা সাথীর বলা উচিত, ইয়ারহামুকাল্লাহ ।’ [বুখারি ৬২২৪, আবু দাউদ ৫০৩৩, আহমদ ৮৪১৭]
দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ
Leave a Reply