• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

নাস্তিকরা ‘নাস্তিক-হত্যা’ ভুলে যাচ্ছে কেন

You are here: Home / পাল্লাব্লগ / নাস্তিকরা ‘নাস্তিক-হত্যা’ ভুলে যাচ্ছে কেন
November 10, 2018
নাস্তিক হত্যা
নাস্তিক হত্যা

পাক বাহিনীর ৭১-এর কুকর্মকাণ্ড ভুলে গিয়ে তাদেরকে সমর্থন করা আর লীগ-সরকারের নাস্তিক হত্যার ঘটনাগুলো ভুলে গিয়ে তাদেরকে সমর্থন করার মধ্যে কোনো পার্থক্য দেখছি না। পাক বাহিনীর সমর্থকরা যে অর্থে রাজাকার, বর্তমানে লীগকে সমর্থন করা নাস্তিকরাও আমার কাছে সেই অর্থে ‘রাজাকার’…

পাক বাহিনীর ভালো কাজ থাকতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেসব ‘ভালো কাজের’ দোহাই দিয়ে তাদের ৭১-এর কুকর্ম যেমন সমর্থন করা যায় না, তেমন এই লীগ সরকারের ‘ভালো কাজের’ দোহাই দিয়ে নাস্তিক-হত্যার ঘটনাগুলো ভুলে যাওয়া যায় না। পাক বাহিনীর সমর্থক রাজাকারদের বিচার হয়েছে, বর্তমানে লীগ সরকারের সমর্থক নাস্তিকদের এবং তাদের পোস্টে লাইক-কমেন্ট দেয়া সবাইকেও চিনে রাখা দরকার। কে বলতে পারে এদের পরিণতি একদিন রাজাকারদের মত হবে না!

বার বার বলে আসছি লীগার-নাস্তিক হতে সাবধান। আগে কিছুটা রাখঢাক করলেও বর্তমানে ক্ষমতায় একচ্ছত্র প্রভাবের ফলে এরা একেবারে খুল্লামখুল্লা… বিন্দুমাত্র লজ্জাশরমের বালাই নেই। নাস্তিকতার ছদ্মবেশে এরাই যে সরকারের খুনীলীগের কাছে নাস্তিকদের ইনফো পাচার করত, সেটা যদি কারো বিশ্বাস না হয়, কিছু বলার নেই!

বলতে পারেন, এখন তো আর নাস্তিক খুন হচ্ছে না…সরকার জঙ্গীদের দমন করছে… মনে রাখা দরকার–রাজাকাররাও ৭১-এর মত কুকর্ম পরে আর করে নাই। যখনই দরকার হয়েছে, সরকার বেছে বেছে নাস্তিকদের হত্যা করে ইস্যু ঘুরিয়ে দিয়েছে। নাস্তিক হত্যা সাধারণ মুসলমানরা করে থাকলে, দেশে নাস্তিক এখনো আছে, তারা নাস্তিক হত্যা চালিয়েই যেত। কিন্তু ওসব কাজ সাধারণ মুসলমানদের নয়, ওটা সরকারের খুনীবাহিনীর কাজ। আর জঙ্গি দমনের নামে ক্রশফায়ার–এগুলা বরং নিজেদের কুকীর্তিগুলো হাপিস করে দেয়ার কৌশল। জঙ্গীদের স্বচ্ছপ্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হলে সরকারের কুকর্মই প্রকাশ্যে চলে আসত। তাই জঙ্গি বা অপরাধ দমনের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন–সরকার কত বড় খুনী…

নাস্তিক হত্যার পরে আমরা কেউই সেভাবে ক্ষোভ দেখাতে পারি নি, আন্তর্জাতিক ভাবেও সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি নি। যা সুযোগ এসেছিল, কেউ তার সদ্ব্যবহার করে নি। কেউ মেরুদণ্ড সোজা করে দৃঢ় কণ্ঠে বলতে পারে নি–নাস্তিক হত্যার বিচার চাই। উলটো হাসিমুখে ঘাস-ফুল-লতা-পাতা দিয়ে বিষয়টাকে খেলো করে দেয়া হয়েছে। তাতে সরকারের পিছলে যাওয়া সহজ হয়েছে, নাস্তিকরা কেউ কেউ ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছে, কেউ কেউ শুধু এসাইলামের জন্যই নাস্তিকতার ভান করেছে, সেটাও প্রমাণ হয়েছে।

এই লীগ সরকার নাস্তিকদের রক্তে হাত রঞ্জিত করে যতই দেশের ‘উন্নতি’ করুক না কেন, ব্যক্তিগত স্বার্থের লোভে একটা নাস্তিক-হত্যাও ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়… লীগের পক্ষে গলা ফাটানোর মত নির্লজ্জ কোনোদিনই হওয়া সম্ভব নয়। বিষয়টা প্রতিশোধের নয়, বিষয়টা ‘সুস্থতার এবং স্বাভাবিকতার’…

শাহজাহান বাচ্চু

Category: পাল্লাব্লগTag: নাস্তিক
Previous Post:tetu-pataসমকওমীদের ফেসবুক থেকে পাওয়া কিছু প্রতিক্রিয়া
Next Post:#মিটু আন্দোলন – হ, আমিওহ, আমিও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top