• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আসিফ মহিউদ্দিন শুধু চুতরাপাতাই নন; আলুও দিতে জানেন

You are here: Home / চুতরাপাতা / আসিফ মহিউদ্দিন শুধু চুতরাপাতাই নন; আলুও দিতে জানেন
February 26, 2012

লিখেছেন: আসিফ মহিউদ্দিন

বইমেলা প্রায় শেষ হয়ে এলো। এই মূহুর্তে একটা বিজ্ঞাপনী স্ট্যাটাস দিয়ে আপনাদের কিছুটা মনোযোগ আকর্ষণ করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সাধারণত এই ধরণের বিজ্ঞাপন করি না, কিন্তু সহব্লগারদের প্রতি একটা দায়িত্ববোধ স্বভাবতই চলে আসে, ব্যাক্তিগত ভাবে তাদের সর্বাঙ্গিন সাফল্য কামনা করি। প্রথাগত সাহিত্যিক, অপন্যাসিক, চটিলেখকদের বইয়ের বিপুল কাটতি দেখতে পাই, এর মধ্যে তরুনতুর্কিরা উঠে না আসলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইহা একটি বিজ্ঞাপনী স্ট্যাটাস!

ভিন্ন স্বাদের গল্প লেখক, গল্পের রাজকুমার হাসান মাহবুব এর “প্রবেশাধিকার সংরক্ষিত” বইটি বের হয়েছে কাঠপেন্সিল প্রকাশনী থেকে। হামা চমৎকার একজন গল্পকার, শুধু তাই নয়, তরুন প্রজন্মের পাঠকদের কাছে তিনি দারুন জনপ্রিয়। আমি আশা করি বাঙলাদেশের প্রথাগত উপন্যাসের নামে অপন্যাস, গল্পের নামে ভাড়ামোর সংস্কৃতিতে তিনি তার লেখনী দিয়ে কুঠারাঘাত করবেন, নতুন ধরণের সাহিত্য উপহার দেবেন। তার বইয়ের ব্যাপক কাটতি আশা করি।

প্রিয় Avijit Roy দা’র একটা বই এসেছে, “ভালবাসা কারে কয়” নামে। অভিজিৎ দা সম্পর্কে নতুন করে কিছু বলবার নাই, উনার নামই অনেক কিছু প্রকাশ করে দেয়। বাঙলা ব্লগের জীবন্ত কিংবদন্তী এবং আমার লেখালেখি শুরুর একজন অন্যতম প্রেরণা অভিজিৎ দা। তার এবং রায়হান আবীরের আগের বইটা সম্ভবত রেকর্ড সৃষ্টিকারী নাস্তিক্যবাদী বই। এই বইটাও অসাধারণ হবে বলেই মনে হচ্ছে।

প্রিয় ব্লগার Shatu Ashraful Haq Haq এর দুইটা বই বের হয়েছে, কবিতা গ্রন্থের নাম: ”ভূমিদাসের বিভ্রম” এবং গল্প গ্রন্থের নাম : ”তাহারা এবং হাজার সরীসৃপ”।
এই মুখচোরা লোকটা দুর্দান্ত লেখে, কিন্তু মুখচোরা স্বভাবের কারণে তাকে নিয়ে আলোচনা হয় না। আমি তার একজন ভক্ত।

নাগরিক ব্লগের ব্লগার, গল্প লেখক এবং বন্ধু Roksana Rashid এর বই বের হয়েছে, নাম “কফি কাইন্ডা গার্ল”; বইটা আমি কিনেছি, এখনো সময় পাই নি পড়ার। তার আগে লেখা কয়েকটা ভয়াবহ গল্প আমি পড়েছিলাম। লেখক হিসেবে তার সাফল্য কামনা করি।

বইমেলায় সেদিন গিয়ে দেখলাম এবারের অপরবাস্তবের মোড়ক উন্মোচনের প্রস্তুতি পর্ব চলছে। আমাকে দিয়ে ঠেলে ঠুলে মোড়ক উন্মোচন করিয়ে দিলো, আমার মত রাম শাম যদু মদুকে দিয়ে যেই বইয়ের মোড়ক উন্মোচন হলো, সেই বই ভবিষ্যত আমি দেখি না। তবে আশা করি সেইটাও ভাল বিক্রি হবে। বিশেষ করে সেটাতে Alim Al Razy এবং দূর্যোধন দূর্যোধন এবং Sobak Pakhi এর মত দারুন সব রম্য লেখকের লেখা থাকবে। যদিও ব্যাক্তিগতভাবে আমি মনে করি ঐ সংকলনে এই সব মেধাবী ব্লগারদের সবচাইতে অমেধাবী লেখাগুলোই স্থান পেয়েছে।

আরো কয়েকজনার নাম উল্লেখ করবো ভেবে রেখেছিলাম, এই মূহুর্তে ভুলে গেছি। আমার ফেসবুক বন্ধুদের বই কিনতেই হবে এমনটা বলছি না, তবে এবারের বই মেলায় ব্লগারদেরও যে বই বের হয়েছে বেশ কিছু, তা জানিয়ে রাখলাম।বাঙালী বই পড়ুক, নতুন লেখকরা ক্রমশ উঠে আসুক, বইমেলা যেন ভাড় আর অপন্যাসিকদের আস্তানায় পরিণত না হয়, এইটাই প্রত্যাশা। এখানে যাদের নাম বললাম, তারাও যেদিন ভাড়ে পরিণত হবেন, সেদিন তাদের বিরুদ্ধে বলতেও দ্বিধা করবো না।

Category: চুতরাপাতাTag: আসিফ মহিউদ্দীন, বইমেলা
Previous Post:হিন্দুধর্ম কি কোন ধর্মের পর্যায়ে পড়ে
Next Post:রাষ্ট্রপতিরে কিছু চুতরাপাতার ডলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top