• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

নিজেকে সবসময়ই লুকিয়ে রাখতে চাইতেন তিনি।

You are here: Home / ধর্মকারী / নিজেকে সবসময়ই লুকিয়ে রাখতে চাইতেন তিনি।
June 1, 2017
ইমানুল হক 

ধর্মপচারক বা ধর্মকারী একটি গর্বের নাম, একটি সাহসের নাম, একটি ইতিহাসের নাম। ধর্মকারী ব্লগটি তার হাতেই গড়া। একাই লড়তেন এই মহিরূহ ধর্মপচারক তার গড়া ব্লগ ধর্মকারী দিয়ে অন্ধ সমাজে বসবাসকারী মানুষের সংকির্ণতার বিরুদ্ধে। চালাতেন কুফর-ই-কিতাব নামের নাস্তিকতা বিষয়ক সকল বইয়ের আরো একটা আর্কাইভ প্রকল্প। খুবই হাসিখুশি ও রসিক ভাবাপন্ন লোক ছিলেন তিনি, দুষ্টুশব্দ নামে একটা আলাদা একটা প্রজেক্ট তারই প্রতিচ্ছবি বহন করে। তার সাথে কথা বললে মনে হতো ১৮ বছরের কোন রসিক বালকের সাথে কথা বলছি। এত বড় একজন প্রতিভাবান মানুষ, অথচ কখনও বুঝতেও দেন নি আমায় কথাবার্তায়। নিজেকে সবসময়ই লুকিয়ে রাখতে চাইতেন তিনি। তার অনুপ্রেরণা ও উৎসাহতে-ই লিখা শুরু করি ইমানুলের ধর্মকথা সিরিজটি। উৎসাহ দিতেন আমায় বেশ। তার কথাতে মুগ্ধ হয়েই আমি প্রচন্ড গতিতে এগিয়ে চলতাম।

আজ আর তিনি নেই। হঠাৎ-ই গত ১৯-৫-১৭ তার চলে যাওয়া আমাকে বাকরুদ্ধ করে দেয়। মেনে নিতে সেজন্যই কষ্ট হচ্ছে ক্ষণে ক্ষণে। বিশ্বাস করিনি প্রথমে, এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে। ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি নিজেকে। এবং সপথ নিয়েছি তার আদর্শকে নিজের মাঝে বাচিয়ে রেখে লড়াই করে যাবো অন্ধ, ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রপন্থী ও ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে। ধর্মপচারক ভাইকে আমি মরতে দিব না। সে বেচে থাকবে আমাদের সকল মানবতাবাদীদের অন্তরে। জয় ধর্মপচারক ভাই- আপনি মরেন নি, আপনি মরবেন না, আপনি বেচে থাকবেন আমার ও স্বর্বোপরি সকল সমভাবাদর্শীর অন্তরের অন্তঃস্থলে।

Category: ধর্মকারীTag: ধর্মপচারক স্মৃতি
Previous Post:কোরানে বিজ্ঞান
Next Post:ধর্মপচারক কথা

Reader Interactions

Comments

  1. Tuna Tuni

    June 1, 2017 at 10:41 am

    🙁

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top