আইডি ডিজেবল হয়ে গেলে বিশুর কাছে নাকি কেউ একজন পাল্লার খবর জানতে চেয়েছিল। নামটা বলে নি। শুধু এই কথোপকথনটা কপিপেস্ট করে ইনবক্সে দিয়েছিল। অনেকদিন পর বিশুর সাথে মেসেজ চালাচালি করতে গিয়ে এই পুরানো মেসেজটা আবার চোখে পড়ল–
-পাল্লা’দা, কেমন আছেন? বাসার সবাই কেমন?
— পাল্লার খবর জানি না।
– পাল্লার খবর জানার মত কাউকে আপনি চিনেন না? দয়াকরে একটু খোঁজ নিয়েন।
–আমার সাথে যোগাযোগ ছিল একসময়। অনেকদিন খবর নাই।
-আইডিটাও নাই। ভাবছিলাম এইটা ‘পাল্লাদা’ চালায়। তাই খোঁজ নিছিলাম। দুঃখিত দাদা।
–মাঝে মাঝে চালাত আইডি অফ থাকলে।
এখন মনে হয় নিজেই অফ হয়ে যাচ্ছে।
-আইডিতে না থাকলে আফ যাইতে সুবিধে হয়। মানে, হারায় যাইতে।
নতুন আইডিতে ফিরলে সব আগের মত হয়ে যাবে। তারায় তারায় আবার আকাশ সাজবে। আমরা অনেকে অপেক্ষায় আছি তাঁর জন্যে।
–তারা হারিয়ে গেলে আকাশ আর সাজে না।
– হারায় নাই দিনের আলোয় ফিজে হয়ে গেছে।
–পাল্লা তো বলছিল সব হারিয়ে গেছে, তারপর আইডি হারিয়ে নিজে বেশ স্বস্তিতেই আছে মনে হলো।
ফেরার তাগিদ দেখলাম না তার।
-ভালোবাসার রং ফিকে হয়ে গেলে আকাশের তারা ঝাপসা হয়ে যায়,
অগোছালো হয়ে যায়, দূরে চলে যায়।
আমি পাল্লা’দার চোখেমুখে, সাদা পৃষ্টায় যে ভালোবাসা দেখেছি তা অত সহজে হারায় যাওয়ার না।
–আচ্ছা এই তারা আর আকাশ–এগুলার কী কাহিনী?
– “আকাশের ঐ মিটি মিটি তারার সাথে…”
“আকাশের সব তারা ঝরে যাবে আমার…”
“আমি তারায় তারায় রটিয়ে দেবো…”
” আমার ভিনদেশী তারা…”
এইসব 😀
— বুঝলাম না।
এগুলো পাল্লার কথা?
-উপরের গুলো গানের কথা।
আকাশ, তারা এসব আসলে কী আমিও বোধহয় জানিনা। নিজেরে নিজে ঠকাইতে মনে হয় এসব লাগে।
–নিজেরে নিজে ঠকানো কথাটা ভালো লাগছে। এটা পাল্লারও বোঝা উচিত।
আবার কথা হলে বলব তাকে।
-আপনি তো কখনো কাউরে ভালোবাসেন নাই তাই এসব কেসে আপনি নাই। ভাল। ভাল থাকেন।
–অনেক ভালো বলছেন। এসবে না থাকাই ভালো। পাল্লাকে বলব।
Leave a Reply