লিখেছেন ধর্মহীন জিরাফ
১১.
পৃথিবীর সবচে’ বেশি না-বুঝে পড়া গ্রন্থের তালিকায় কোরান, সম্ভবত, থাকবে একেবারে প্রথমেই। একটি গ্রন্থ ও একজন গ্রন্থকারের জন্য এর থেকে বেশি লজ্জাজনক আর অপমানকর কিছু হতে পারে না।
ব্যপারটা অনেকটা আল্লাহকে ‘ভালোবেসে জুতো মারা’র মতো, আর এটা মারছে মুসলিমরাই।
১২.
আল্লাহ নিজে নাস্তিক, মুহম্মদ নিজে ধর্মদ্রোহী (বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম ত্যাগ করেছে), তাহলে আপনার-আমার ধর্মদ্রোহী নাস্তিক হতে সমস্যা কোথায়? বরং আমরাই তো আল্লাহ ও তার রাসূলের পথে আছি ও তাদের প্রকৃত অনুসারী।
জান্নাতুল ফিরদাউসে গিয়ে দেখা যাবে, সব নাস্তিক!
১৩.
ইহুদি-নাসারারা যখন যাত্রা করে মহাকাশে, মুসলিমরা তখন যাত্রা করে মক্কায়।
১৪.
মুহম্মদের কাজে আর কথায় মিল নাই। বিয়া করছে চৌদ্দখান, অথচ করতে কয় চারখান।
এইডা কিছু হইলো?
আমি খেলুম না…
১৫.
মুমিন্সরা “সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই” কথাটার দ্বারা বোঝে – মানুষ “আশরাফুল মাখলুকাত” বা “সৃষ্টির সেরা জীব” অর্থাৎ গরু, ছাগল, সাপ, ব্যাঙ প্রভৃতি জীব থেকে মানুষ শ্রেষ্ঠ!
বোঝেন অবস্থা!
Leave a Reply