আয়শা হ’তে বর্ণিত: যে সব বস্তু নামাজকে নষ্ট করে তারা হলো – কুকুর, গাধা ও নারী। আমি বললাম – আপনি আমাদেরকে (নারী) কুকুর ও গাধাদের সাথে তুলনা করলেন, হায় আল্লাহ! (সহি বুখারি, খণ্ড ১, বই ৯, হাদিস ৪৯৩)
লেখাটা শেষ করছি একটা তথ্য দিয়ে। এসব বিষয়ে তর্কের সময় ইসলামপন্থীদের অনেকই দাবি করেন, ইসলাম তো নারীকে কিছুটা হলেও পিতার সম্পত্তিতে ভাগ দিয়েছে, অন্য ধর্ম তো তাও দেয়নি। তাদের জন্য জবাব হচ্ছে, ইসলাম-পূর্ব যুগে নারীর সম্পত্তির অধিকার কতটুকু ছিল, তার প্রমাণ হযরত খাদিজা। কারণ খাদিজা তার স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হয়েছিলেন! এর মানে হচ্ছে, সেই আরবে পৌত্তলিক ধর্মে নারীর সম্পত্তির অধিকার, স্বাধীন জীবনযাপন (খাদিজা স্বামী মারা যাবার পর একা থাকতেন) করতে পারতেন, নিজে পছন্দ করে বিয়ে করতে পারতেন (খাদিজা মুহাম্মদকে নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন); বরং ইসলাম আসার পর ইসলাম-পূর্ব যুগের নারীর অধিকার ইসলাম সবটাই হরণ করে নেয়।
Leave a Reply