• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

৫২-এর ভাষা আন্দোলনের সকল শহিদ এবং ভাষা সৈনিকদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি

You are here: Home / চুতরাপাতা / ৫২-এর ভাষা আন্দোলনের সকল শহিদ এবং ভাষা সৈনিকদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি
February 21, 2012

লিখেছেন: M.i. Khan

বাংলা শুনতে এক বিশেষ [!] শ্রেণীর অত্যাধুনিক তরুণদের কাছে খ্যেত খ্যেত লাগে! ইংরেজী মানেই তাদের কাছে স্মার্টনেস! যদিও তাদের উচ্চারণ শতভাগ নির্ভুল হয় না।

আমি ইংরেজী বলার বিরোধিতা করব না। শুধু বলব, বললে পুরো বাক্যটি ইংরেজীতে বলুক। বাংলা+ইংলিশ=ব্যংলিশ ভাবে বলার কোন দরকার নেই। এটি সত্য যে, কিছু কিছু ইংরেজী শব্দ ছাড়া কথা বলা কষ্টকর। কিন্তু একটি বাক্যের যদি ৮০ ভাগই ইংরেজী থাকে তবে তাকে আর বাংলা বলা চলে না।

আর, ইংরেজীর স্টাইলে বাংলা বলা তো বাংলাকে আরো দূষণীয় এবং বিকৃত করছে।

বাংলা বলতে যাদের খ্যেত খ্যেত লাগে সেসব অতি আধুনিক আর অতি স্ট্যাইলিশ বেজাত বিলাতি বাঙ্গালী তরুণদের উদ্দেশ্যে বলছি- আমাদের মাতৃভাষা দিবস টি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একমাত্র আমাদের বাংলাই রক্তের দামে কেনা। একবার অনুধাবন করার চেষ্টা করো আমাদের অর্জন কতো দামী।

‘৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী।

একুশের ষাট বছরের প্রত্যাশা – শুদ্ধ বাংলা হোক সবার প্রথম ভাষা।

Monday, February 20, 2012 at 11:19pm

Category: চুতরাপাতাTag: একুশে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন
Previous Post:অসংখ্য অনিন্দ্য সুন্দরীর সাথে লাগাবো আর লাগাবো
Next Post:যৌনইঙ্গিতবাহী চার্চ সাইন – ০৪

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top