লিখেছেন: আবুল কাশেম
ধর্মকারীর প্রতিষ্ঠাতা সম্পাদক ধর্মপচারক মাহমুদন নবী ভাই এর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদে মর্মাহত হয়েছি। ধর্মকারীর জন্মলগ্ন থেকেই ধর্মপচারক অত্যান্ত, নিষ্ঠা, দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সাইটকে এক সমৃদ্ধশালী প্রতিষ্ঠানে পরিণত করেছেন—যার জুড়ি মেলা ভার। আজকাল ধর্মকারীতে দৈনিক সহস্র পাঠক সকল ধর্মের অসারতা নিয়ে যা অবগত হচ্ছেন সেটা ধর্মপচারক-এর নিরলস সংগ্রামেরই ফসল। উনার আকস্মিক মৃত্যুতে যে বিরাট ক্ষতি হয়েছে আশা করি অচিরেই তা কাটিয়ে উঠে ধর্মকারী এগিয়ে যাবে এবং আরও সমৃদ্ধশালী হবে;
ধর্মপচারক ভাই-এর জন্য হবে এটাই সর্বাপেক্ষা যোগ্য সম্মান প্রদর্শন।
নামহীন
আপনি 'আবুল কাশেম' মানে কোনজন? ইসলামে সেক্স এর রচয়িতা?
নামহীন
আপনি সঠিক।
নামহীন
সবার ঐক্য ও মনোবল অটুট থাকুক, এই কামনা।