লিখেছেন ধর্মহীন জিরাফ
৪৬.
আমরা গর্বিত মুসলিম!
আমরা দৈনন্দিন জীবনে ইহুদি-খ্রিষ্টানদের আবিষ্কৃত জিনিস থেকে সুবিধা ভোগ করি,আবার তাদেরই ধ্বংস কামনা করি।
৪৭.
ঈশ্বর কোনো খারাপ কাজের দায় না নিলেও সমস্ত ভালো কাজের কৃতিত্ব দাবি করতে একটুও লজ্জাবোধ করে না।
হে ঈশ্বর, তুমি এতো নির্লজ্জ কেন? এত অসৎ কেন তুমি?
৪৮.
শফি হুজুররা ওয়াজে-নামাজে বলে বেড়ায়, ইহকাল কিছুই না, পরকালই সব। ইহকাল যাত্রাপথের বিরতি মাত্র, এটাকে গুরুত্ব দেয়া যাবে না ইত্যাদি ইত্যাদি…
নারীনীতি, শিক্ষানীতি, ভাস্কর্য এগুলো তো সব ইহাকালীন। তাহলে এইগুলো নিয়ে এরা এত মাতামাতি করে কিল্লাই?
৪৯.
ধর্মে কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত মূর্খদের প্রাধান্য বরাবরই বেশি। সেটা ধর্মপ্রবর্তক ও ধর্মগুরু থেকে সাধারণ কোটি কোটি প্রকৃত ধার্মিক -সকলের বেলায়ই সত্যি।
৫০.
“তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না আর জেনেশুনে সত্য কে গোপন করো না।” (সূরা বাকারা, আয়াত ৪২)
কোরানের ওপরোক্ত আয়াতটা সবচেয়ে বেশি বার ধর্ষিত হয়েছে বাঁশের কেল্লা’র হাতে।
Leave a Reply