• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

প্রতিমা ভাঙার সুন্নতী উৎসব ও আল্লাহু আকবার

You are here: Home / ধর্মকারী / প্রতিমা ভাঙার সুন্নতী উৎসব ও আল্লাহু আকবার
September 3, 2016
ভিন্নধর্মীদের উপাসনালয়ে হামলা ও তাদের উপাস্যদের মূর্তি ভাঙচুর করা ইছলামে উচ্চতম শ্রেণীর সুন্নত, কারণ নবীজি তার জীবদ্দশায় নিজে এমন কর্মে সক্রিয় অংশ নিয়ে এটাকে মুছলিমদের জন্য অবশ্যপালনীয় সুন্নত করে দিয়ে গেছে। আর তাই ৯০ শতাংশ মুছলিমের বাংলাদেশে হিন্দুদের পূজার মৌসুম মানেই মুছলিমদের সুন্নত পালনের উৎসবও বটে। খ্যাতনামা ওয়াজবাজ আব্দুর রাযযাক বিন ইউসুফ প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘোষণা দিতে পারে এ কারণেই:

আমি মূর্তিকে লাত্থি দিয়ে ভাঙতে এসেছি… আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি-ভাঙা নীতি, আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি-ভাঙা নীতি…

একটু গুগল ঘেঁটে গত কয়েকদিনে ইছলামী উৎসব পালনের কয়েকটি ঘটনা চোখে পড়লো। তবে মনে রাখতে হবে, ইছলামের নবীর কর্মকাণ্ড ও নির্দেশনা প্রত্যক্ষভাবে অনুসরণ করলেও এদের কেউই ছহীহ মুছলিম নহে।

১. পটুয়াখালীতে দুর্গা প্রতিমা ভাঙচুর করে পূজা করতে নিষেধ করে একটি চিঠি রেখে গেছে “অজ্ঞাত পরিচয় হামলাকারীরা”।
২. শেরপুরের শ্রীবরদী পৌর শহরের শ্মশানঘাট কালী মাতার মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে “দুর্বত্তরা”।
৩. গাজীপুরের কালীগঞ্জে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে “দুর্বৃত্তরা”।
৪. বাগেরহাটের ফকিরহাট ও কচুয়া উপজেলার দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে “দুর্বৃত্তরা”।
৫. শরীয়তপুরে শ্রী শ্রী আংগারিয়া বাজার কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে “কে বা কাহারা”।
৬. শেরপুরের শ্রীবরদী পৌর শহরের একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের পাশাপাশি লুটপাট করেছে “দুর্বৃত্তরা”।
৭. নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের মন্দিরে গত বুধবার হামলা চালিয়েছে “একদল সন্ত্রাসী”।
৮. গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে “কে বা কাহারা”।

ওপরের হামলাগুলোয় সর্বকালের বীভৎসতম স্লোগান “আল্লাহু আকবার” ব্যবহার করা হয়েছে কি না, তা জানা যায়নি। তবে গত আগস্ট মাসে বিশ্বের বিভিন্ন স্থানে আল্লাহ আকবার ব্যবহারের আটটি ঘটনার একটি তালিকা নিচে দেয়া হলো:

১. অস্ট্রেলিয়া: আল্লাহু আকবার ধ্বনি তুলে এক ব্রিটিশ নাগরিককে ছুরিকাঘাতে হত্যা।
২. জার্মানি: মিউজিক ফেস্টিভালে এক যুগলকে আল্লাহ আকবার হাঁক দিয়ে ছুরিকাঘাত।
৩. আমেরিকা: আল্লাহ আকবার বলে এক পুরুষ ও মহিলাকে ছুরিকাঘাত।
৪. ফ্রান্স: আল্লাহ আকবার ধ্বনি সহযোগে ইহুদি র‍্যাবাই (ধর্মগুরু) ছুরিকাহত।
৫. বেলজিয়াম: আল্লাহ আকবার চিৎকার করে দুই পলিশের ওপরে হামলা।
৬. অস্ট্রিয়া: আল্লাহ আকবার স্লোগান শুনে জনতা ছত্রভঙ্গ।
৭. হল্যান্ড: ছুরি হাতে নিয়ে আল্লাহ আকবার ধ্বনি তুলে দোকানের ক্রেতাদের ভীতি প্রদর্শন।
৮. ফ্রান্স: আল্লাহ আকবার স্লোগানসহ বাসে অগ্নিসংযোগ।

নিশ্চয়ই আরও খবর আমার চোখ এড়িয়ে গেছে।

Category: ধর্মকারীTag: ইসলামী ইতরামি, লিংকিন পার্ক
Previous Post:কার্যকারণ
Next Post:বেদ্বীনবাণী – ৭৩

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top