সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। (সূরা ইয়াসিন-৩৮)
আবু যর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা সূর্যাস্তকালে আবু যর (রাঃ) এবং মুহাম্মদ (সাঃ) এক খোলা প্রান্তরে দাঁড়িয়ে ছিলেন। মুহাম্মদ (সাঃ) আবু যর (রাঃ)-কে প্রশ্ন করলেন, ‘হে আবু যর, তুমি জানো সূর্য অস্ত গেলে কোথায় যায়?’ আবু যর (রাঃ) জবাব দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন, মুহাম্মদ (সাঃ) বললেন, সূর্য অস্ত গেলে আল্লাহর আরসের নিচে যায় এবং আল্লাহকে সেজদা করতে থাকে। যতক্ষন না সে পূণঃরায় পূব আকাশে উদিত হওয়ার অনুমতি পায়। অচিরেই এমন এক দিন আসবে, যেদিন সূর্যকে সেই অনুমতি দেয়া হবে না। এটাই সূরা ইয়াসিন এর ৩৮ নং আয়াতের ব্যাখ্যা। (সহিহ বুখারি, ৪র্থ খন্ড, ৫৪ অধ্যায়, ৪২১ নং হাদিস)
তিনিই সেই সত্তা যিনি আসমান ও যমীন এবং এতদুভয়ের মাঝে অবস্থিত সকল কিছু সৃষ্টি করেছেন। (সূরা ফোরকান-৫৯)
Leave a Reply