নাযিল হয়েছে সাঈদুর রহমান-এর ওপরে
আয়াত সংখ্যা: ২০
লন্ডনে অবতীর্ণ
১. হচবগেহপ।
২. শপথ ইউটিউবের।
৩. শপথ ফেইসবুকের।
৪. আরো শপথ টুইটারের।
৫. নিশ্চয়ই জাকির নায়েক একজন ভণ্ড, ধূর্ত ও ধড়িবাজ ব্যক্তি।
৬. হে নবী, আপনি ঐ লোক এবং তাদের সমমান সকল ব্যক্তি সম্বন্ধে সকল মুমিনগণকে সতর্ক করিয়া দিন। তাহারা যেন তাদের ব্যাপারে সীমা লংঘন না করে।
৭. সীমা লংঘন করিয়া কাউকে অন্ধভাবে অনুসরণ করাকে আমি আজ হইতে হারাম করিয়া দিলাম। ইহা শয়তানের কাজ।
৮. তাহাদিগকে এও বলিয়া দিন, কেউ এমনটা করিলে আমার খোঁচা-মারা কথাবার্তা হইতে তাহারা রক্ষা পাইবে না।
৯. অতএব আপনি মুমিনদের সতর্ক করিয়া দিন এই বলিয়া যে, তাহারা যেন এই হারাম কর্ম হইতে বিরত থাকে এবং সঠিক জ্ঞানার্জনে মনযোগ দেয় ।
১০. সঠিক জ্ঞান যদি এক ফোঁটা পানির ন্যায়ও হয়, তাহাতে আমি সমুদ্রসমান বরকত রাখিয়াছি।
১১. অতএব তাহারা যেন ঐ সামান্য পানিটুকুই পান করে।
১২. তারা কি দেখে না, নাস্তিক সমাজে কীভাবে আমি জাকিরের মত ব্যক্তিদের অপদস্থ করিয়া থাকি! নাকি তাহারা অন্ধ?
১৩. অন্ধদের ব্যাপারে আপনার কোনো দায় নাই। আলোর কোনো দাম ইহাদের কাছে নাই।
১৪. আপনি চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিন কিংবা কানের সামনে পেট্রোল বোমা ফাটাইয়া দিন, তবুও তাহারা সত্য জিনিসটাকে গ্রহণ করিবে না।
১৫. তাহাদের উদাহরণ কতগুলি কুয়ার ব্যাঙের ন্যায়। আধুনিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে তাহাদের কোনো জ্ঞান নাই। তাহারা চাহেও না কোনো জ্ঞান অর্জন করিতে।
১৬. প্রাচীন কোরানে মত্ত হইয়া তাহারা জ্ঞান-বিজ্ঞান বিমুখ হইয়া পড়িয়াছে। তাহারা কি দেখে না, আমি ইসলামিক দেশগুলিতে কী দশা করিয়া রাখিয়াছি। কেন তাহারা বিজ্ঞানে কোনো নোবেল জিতিতে পারে না?
১৭. নিশ্চয়ই এই দেশগুলির অবস্থা জ্ঞানী ব্যক্তিদের জন্য উত্তম নিদর্শন।
১৮. আপনি বরং ফেইসবুকে জাকির নায়েকদের অযৌক্তিক কথাগুলোর বিরুদ্ধে লিখিয়া যান, ইউটিউবে ভিডিও আপলোড দিন এবং টুইটারে টুইট করিতে থাকেন।
১৯. ইহাই আপনার জন্য মঙ্গল হইবে। ইহা মুমিনদের জন্যও মঙ্গল হইত, যদি তাহারা বুঝিত।
২০. তবে কেহ যদি নিজের ভুল বুঝিয়া জাকির নায়েকদের অনুসরণ করা হইতে নিজেকে বিরত করে, তবে মুমিনরা জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লা ক্ষমাশীল ও অত্যন্ত দয়াবান।
Leave a Reply