
দোজাহানের মুরিদী সাহারা আম্মা হুযূর
– গোলাম মুর্শিদ মুহম্মদ তহসিনুর রহমান।
দোজাহানের মুরিদী সাহারা আম্মা হুযূর
উনার ফয়েজে আঁধার দূর হচ্ছে শরহে ছূদুর
এই যামানার নাজাতি সিঁড়ি মোদের আম্মা হুযূর
আম্মা, আম্মাজী ক্বিবলা, আম্মা ॥
ওরে দুনিয়ার মুমিনা
আম্মার ইশকে হও ফানা
হও যে গুনাহ থেকে দূর
নিয়ে তাঁর ফয়েজী নূর ॥
পাবে না শান্তি কেহ
আম্মাজী বিনে দুরূহ
আর ধর না দেবীর সুর
চলে যে মুর্শিদপুর ॥
আম্মাজীর ছোহবতের নূর
করে যে গুমরাহী দূর
ভয় নেই মোদের আর কিছুর
তিনি হিদায়েতী নূর॥
ছাড়ো আরাম ও আয়েশ
ধসাও ইবলিসী খায়েশ
নিতে রূহানী প্রচুর
সুবহশাম আম্মা হুযূর॥
কে কি চাও তোমারা সবে
আসো দিল খালি ভেবে
তবেই নিছবত ভরপুর
আল্লাহ রসূল ও মামদূহর ॥
আমাদের আম্মা হুযূর
কুবরা ছিদ্দীক্বার নূর
সেই নূরে রয় রসূলপুর
উহাই যে ইলাহীপুর ॥
ওরে মুমিন মুমিনান
কিসের ভয় আর পেরেশান
করবেন খোদাতে মঞ্জুর
আমাদের আম্মা হুযূর ॥
আমরা যে গোলাম নাদান
করুন আপনাতে কুরবান
ক্ষমা আদব চাই দিনভর
ক্বদমে আম্মা হুযূর॥
Leave a Reply