সব বিষয়ে ঘুরে ফিরে চলে আসে ইসলামের কথা। সত্যি বলতে এই সময়ে ধর্ম বিষয়ক যত ফাজলামো হচ্ছে তার সেভেন্টি পারসেন্ট করছে ইসলাম পালনকারীরা। আর আমাদের দেশে ধর্ম নিয়ে যত ফাজলামো জন্ম হয় তার নব্বই পারসেন্ট করে থাকে ইসলাম। সমস্যা হলো আমরা যারা এই ফাজলামোগুলো পছন্দ করি, পছন্দ করার কারণ অনেক জ্ঞানী-গুণী খুজে বের করেছেন আমরা নাকি এগুলোই সারাদিন খুঁজে বেড়াই। কথাটা কিঞ্চিত সত্য হওয়ার কারনে কোনো প্রকার ওজর আপত্তিতে যাচ্ছি না। তবে এই ফাজলামোগুলো দেখে হাসতে হাসতে যখন শেয়ার করি ব্লগে, অন্য আরো দশজনে যাতে মনমতো নিজের মতো করে একটু হাসতে পারে, সেটা আবার অনেকে পছন্দ করতে পারেন না। প্রতিদিন দশটা করে ফাজলামে জমা হতে থাক হিসাবের খাতায়। প্রতিদিন যদি একটা করে ফাজলামো শেয়ার করি তাহলে বকেয়া থেকে যায় প্রতিদিন নয়টা করে। কি বিশাল সংখ্যা দাড়াবে সেটা বছর শেষে, চিন্তা করেন একবার? আপনারা পছন্দ করেন না দেখে শেয়ারও করতে পারি না,ওদিকে আবার এগুলো জমে জমে পাহাড় হয়ে যেতে থাকে। আপনাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে কী বিশাল পরিমান ফাজলামো দেখা থেকে আপনার বঞ্চিত হচ্ছেন, তা একবার হিসেব কষে দেখুন।
সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বিচারকমণ্ডলী বলেছেন, শরীরে আঘাতের দাগ না হওয়া পর্যন্ত একজন পুরুষ তার স্ত্রী ও ছোট বাচ্চাকে পেটাতে পারবেন। এক লোক তার স্ত্রী ও মেয়েকে নিষ্ঠুরভাবে মেরে কেটে রক্তাক্ত করার মামলায় ইসলামী অনুশাসন দ্বারা প্রভাবিত সেদেশের ফেডারেল সুপ্রিম কোর্টে ওই রায় দেওয়া হয়। সোমবার আবুধাবির ‘দ্য ন্যাশনাল’ পত্রিকায় রায়ের সংবাদ প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের।



Leave a Reply