লিখেছেন ভাবুক
আমরা প্রার্থনা এই জন্যে করি যে, প্রার্থনা করলে সৃষ্টিকর্তা আমাদের বা যাদের জন্য প্রার্থনা করছি, তাদের ভাগ্য পরিবর্তন করবেন। তাহলে কি তিনি জানেন না আমাদের ভাগ্যে কী লেখা আছে? আর যদি জানেন, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে, সব কিছু পূর্ব নির্ধারিত। যদি সবকিছু পূর্ব নির্ধারিতই হয়ে থাকে, তাহলে প্রার্থনা করে কী লাভ বা আমরা প্রার্থনা কেন করবো?
যদি বলা হয়, প্রার্থনা করে কোনো লাভ নেই, যা হবার তা-ই হবে; তাহলে প্রশ্ন আসে, সৃষ্টিকর্তা মানুষকে কেন অনেক দোয়া শিখালেন? আর যদি বলা হয়, প্রার্থনা করলে ভাগ্যের পরিবর্তন হতে পারে, তাহলে প্রশ্ন আসে, আগামীকাল বা পরে কী হবে, তা কি সৃষ্টিকর্তা জানেন না?
অনুবাদ ও ফটোমাস্তানি: ধর্মের ষাঁড় ও কৌস্তুভ
এখন আমরা নিচের দু’টো সিদ্ধান্তের কোনটিতে আসবো?
১। প্রার্থনা করে কিছু হয় না, সৃষ্টিকর্তা সব জানেন?
২। প্রার্থনা করলে ভাগ্য পরিবর্তন হতে পারে, সৃষ্টিকর্তা ভবিষ্যৎ জানেন না?
Leave a Reply