• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

সাম্যবাদীর লেঞ্জা

You are here: Home / পাল্লাব্লগ / সাম্যবাদীর লেঞ্জা
November 29, 2016

সাম্যবাদের ইংরেজি হলো কম্যুনিজম। সাম্যবাদীর ইংরেজি হলো কম্যুনিস্ট।–এরপর নিজেরে ‘সাম্যবাদী’ বইলা ভাব নেয়ার আগে বুইঝা-শুইনা।

২) ‘গাহি সাম্যের গান– মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ–কাল–পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে–ঘরে তিনি মানুষের জ্ঞাতি।’

নজরুল কি কম্যুনিস্ট ছিলেন?

৩) আপনি অবাক হয়ে ভাবেন–এত শিক্ষিত হওয়ার পরেও তারা কেমনে ধর্মে বিশ্বাস করে!
আমি যদি অবাক হয়ে ভাবি–এত শিক্ষিত হওয়ার পরেও আপনি কেমনে সাম্যবাদী নন–তাহলে কি আমাকে দোষ দিবেন?

৪) অবাক হই, যখন শুনি–আপনি নারীবাদে বিশ্বাস করেন না, করেন সাম্যবাদে। সাম্যবাদী হইয়া কেমনে নারীবাদ অর্থাত নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করেন না–এইটা আজও বুঝলাম না!
আরও বুঝলাম না–আপনি সাম্যবাদী হইয়া কেমনে সমাজতন্ত্রকে একেবারে উড়িয়ে দিচ্ছেন!

পুরাই হাহামগে অবস্থা!

৫) আপনি কিন্তু বলছেন–ধর্ম বিশ্বাসের মূলে আসলে লোভ এবং ভয়।
আপনার সাম্যবাদী না হওয়ার পেছনেও সেই একই জিনিস–লোভ এবং ভয়–নয়?

৬) ফাইনালি, ‘লেঞ্জা’ বের না হলেও নিশ্চয়ই বুঝতে পারছেন নিজের মধ্যে কতটা স্ববিরোধিতা লালন করেন। চাপ নিবেন না, স্ববিরোধিতা ঢাকতে আরো বড় ঢাল আছে আপনার জন্য–বলুন–‘আমি কম্যুনিস্ট নই, আমি ফেমিনিস্ট নই; আমি হিউমানিস্ট।’

[আচ্ছা, আপনি কম্যুনিস্ট অর্থাৎ সামবাদী এবং ফেমিনিস্ট অর্থাৎ নারীবাদী না হয়ে হিউমানিস্ট অর্থাৎ মানববাদী হলেন কেমনে–একটু বুঝিয়ে বলতে পারবেন?]

[ ৭) এইবার নিজের ‘লেঞ্জা’ দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আমারটা দেখতে পাচ্ছি– আর দুই/তিন বছর পরে আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করব। আবেদন পত্রে এক জায়গায় একটি প্রশ্ন আছে–Have you EVER been a member of, or in any way associated (either directly or indirectly) with the Communist party?–আমি উত্তরে ‘না’ বলে আমার লেঞ্জাটা ঢেকে দেব। ]

Category: পাল্লাব্লগ
Previous Post:আত্মহত্যার চেষ্টা করা সুন্নত
Next Post:ইছলাম অনুমোদিত শঠতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top