Ahmed Shoueiry: আমি প্রাক্তন মুছলিম, কারণ ধর্ষণ প্রমাণ করতে ধর্ষিতাকে চারজন পুরুষ সাক্ষী জোগাড় করতে হবে, নইলে তা জেনা বলে গণ্য করা হবে – ব্যাপারটা ঘোর অনৈতিক।
Fatema: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৌদি আরবে বড়ো হয়ে ওঠার সময়ে আমি নিজের চোখে দেখেছি হাত-পা কেটে ফেলা আর শিরশ্ছেদ।
Alexander Kerensky: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুহাম্মদ – যার ছিলো ক্রীতদাস-ক্রীতদাসী এবং যে চালিয়েছে আগ্রাসী যুদ্ধ – “সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব”-এর প্রার্থী হবার উপযুক্ত নয়।
Omar Makram: আমি প্রাক্তন মুছলিম, কারণ আপনার কাছে যা পবিত্র, আমার কাছে তা পবিত্র নয়। যে কোনওকিছু শ্রদ্ধা করার অধিকার আপনার আছে, আর আমার অধিকার আছে ঘৃণা করার।
Halima B: আমি প্রাক্তন মুছলিম, কারণ মদিরাসহ জীবনটা অপূর্ব!
Green Human: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-ধর্ম হত্যাকাণ্ড ক্ষমা করে এবং নিষিদ্ধ করে ভালোবাসা, তার অধিকার নেই একবিংশ শতাব্দীতে টিকে থাকার।
Ahmed Shoueiry: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাকে ছদ্মনাম ও অ্যাভাটার ব্যবহার করতে হয়, কারণ ইছলামত্যাগীদের হত্যা করার বিধি আছে।
Atheist Genie: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান বলে, সাক্ষী ও উত্তরাধিকারী হিসেবে আমি – একজন পুরুষ – দু’জন নারীর সমান। এই দাবিকে আমি নাকচ করে দিই।
Leave a Reply