‘দস্তার রাজদরবার’ আইডিটার কথা মনে আছে? একবার কথা প্রসঙ্গে সে বলেছিল, সুলতানরা এসে এই বাংলায় প্রথম বসতি স্থাপন করে। তার আগে এই বাংলার কোনো ইতিহাস ছিল না, এবং সে, বাপ-মা–উভয় দিক থেকে, মহানবীর বংশধর, অর্থাৎ তার বাপ-মা উভয়েই মহানবীর বংশধর–অনেকটা আদম-হাওয়ার ছেলে-মেয়েদের যেমন জোড়ায় জোড়ায় জন্ম-বিয়ে হত বলে মুসলমানরা দাবী করে।
শুধু সে-ই নয়, দুনিয়ার প্রতিটা মুসলমান এটা মানতে বাধ্য যে তারা আরবদের বংশধর। এমনকি বাঙালী জাতির হিন্দু দুই ভায়ের একভাই আজ ইসলাম গ্রহণ করে কালকেই বলতে বাধ্য করবে–সে-ও আরব জাতির বংশধর। ইসলাম ধর্মটা এমনই যে এইটা দাবী না করলে তার ধর্মটাই মিথ্যা হয়ে যায়, ইসলাম ধর্মের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়।
যেহেতু প্রথম মানব-মানবী আদম-হাওয়া আরবে বসে বাচ্চাকাচ্চা পয়দা করা শুরু করছিল, তাদের থেকেই পরের বংশধর…নবীরা এসছে…বাকিরাও কোনো না কোনো ভাবে সেই নবীদেরই বংশধর হতে বাধ্য।
বাংলাদেশের মুসলমান-লীগাররাও তাই স্বীকার করে। এভাবে তারা শেখ মুজিবকেও আরবদের বংশধর বানিয়ে দিয়েছে। আর মুজিব আরবদের বংশধর হবেই না বা কেন, তার নামের সাথেই তো শেখ যুক্ত…আরব শেখ…সবচেয়ে বড় প্রমাণ। কী বলতে চাইছিলাম, ভুইলা গেছি। কারণ এখন আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। হাসসিও। সরি, এই নিয়ে আরেকদিন কথা হবে।
জাতির জনক বিষয়টায় ফিরে আসি–
বিষয়টা “Father of the Nation”। স্বীকার করুন বা না করুন, ভুলটা হয়েছে এই ন্যাশন-এর বাংলা অনুবাদ “জাতি” করাতে। কে এই ভুলটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, জানি না। তবে এই ভুলটা সংশোধিত না হলে এটা নিয়া কথা উঠবেই, ট্রল হবেই।
উদাহরণ দিচ্ছি–পাশের দেশে, অফিসিয়ালি না হলেও, ভারতীয়রা গান্ধীকে তাদের “Father of the Nation” বলে থাকে। এখানে অনুবাদটা যদি “জাতির জনক” করা হয়, তাহলে প্রশ্ন উঠবে, “কোন জাতির জনক?” কারণ ভারতে একাধিক জাতির বসবাস। গান্ধী ভারতের কোন জাতিতে স্বাধীন করে এই স্বীকৃতি লাভ করলেন? বাঙালী? মাড়োয়াড়ি? উড়িয়া? মারাথি? তামিল? পাঞ্জাবি?… এরকম কয়েকশ জাতির বাস ভারতে? গান্ধীর ভূমিকা পুরো ভারতটাকে স্বাধীন করার জন্য, বর্তমান ভারতীয়/ভারতবাসীদের জন্য বর্তমান ভারতটাকে উপহার দেয়া…
একই ভাবে শেখ মুজিবের ভূমিকা ৭১-এর পরের বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা; আগে আমরা দেশের ভিত্তিতে “পাকিস্তানী” ছিলাম, তারপর “বাংলাদেশী” হলাম। বাঙালীরা এই ভূখণ্ডে সংখ্যাগুরু হলেও আরো অনেক ছোটো-বড় জাতির বাস এই বাংলাদেশে। শেখ মুজিব বাংলাদেশ প্রতিষ্ঠা করে শুধু কি বাঙালী জাতির জনক হবে? বাকি জাতিগুলোকেও যে একটা স্বাধীন রাষ্ট্র দিলেন, তাহলে সেসব জাতির জনক কে হবে?
শেখ মুজিব স্বাধীন/প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ নামক একটা দেশের। একটা সভ্য দেশ কখনো জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদির ভিত্তিতে হতে পারে না। বরং হাজারো জাতি ধর্ম বর্ণের মানুষকে ধারণ করার অসীম ক্ষমতা রাখে। শেখ মুজিব সেরকমই একটা দেশের জন্ম দিয়েছিলেন–বাংলাদেশ। তিনি সেই বাংলাদেশের জনক… বাংলাদেশের স্থপতি… বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। বাঙালী জাতি বহিরাগত পাল-সেনদের আমলেও ছিল, সুলতান, মোঘল, নবাব, ইংরেজ, পাকিস্তানি–সব আমলেই জাতি হিসাবেই পরিচিত ছিল। এরকম জাতির পরিচয় প্রাকৃতিক ভাবেই নির্ধারিত হয়। এখানে কোনো মানুষের একক ভূমিকা থাকে না। তো একটা দেশের শত জাতির মত এরকম একটি জাতির জনক বলাটা বরং শেখ মুজিবের কৃতিত্বকে খর্ব করারই নামান্তর।
বাংলাদেশটা কি শুধু বাঙালী জাতির?
শেখ মুজিব কি শুধু এই বাঙালী জাতির জন্য বাংলাদেশ নামক এই ভূখণ্ড থেকে পাকিস্তানিদের বিতাড়িত করছেন?
বাংলাদেশে আরো অনেক জাতির লোক বাস করে, যারা আরবের বংশধরেরা এই দেশে আসার আগে থেকেই বাস করে আসছে, “বাংলাদেশ” কি তাদেরও নয়?
পাকিস্তানি শাসক গোষ্ঠী যদি পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর সাথে যেমত ব্যবহার করত, সেই একই ব্যাবহার সমান ভাবে যদি পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর সাথে করত, তাহলে কি আলাদা করে “বাংলাদেশ” গড়ার প্রয়োজন পড়ত?
কিংবা ধরেন, ভারত ভাগের আগে ইসলাম ধর্মাবলম্বীরা যদি মনে করত ভারত ভাগ না করে তারাও হিন্দুদের মত সমান অধিকার ভোগ করতে পারবে, তাহলে তারা কি আলাদা পাকিস্তানের দাবী তুলত?
জাতি মানে কী?
দেশ মানে কী?
বর্তমানে বাংলাদেশ যারা শাসন করে, তারা নিজেরাই দাবী করে তারা আরব বংশধর। আরব বংশধরদের হাতে শাসিত হলে বাঙালীরা কিভাবে নিজেদের “স্বাধীন” মনে করে?
বহিরাগত পাল-সেন আমলে কি বাঙালীরা স্বাধীন ছিল?
ভিনভাষী নবাবদের আমলে কি বাঙালীরা স্বাধীন ছিল?
পাল-সেন-বাংলার শেষ স্বাধীন নবাবরা কেন “বাঙালীর জাতির পিতা” হইল না?
বাঙালীরা সর্বপ্রথম/সর্বশেষ কবে স্বাধীন ছিল?
স্বাধীনতা মানে কী?
বাংলাদেশ যদি আবার কোনোদিন পরাধীন হয়ে যায়, তখন সেই পরাধীন বাংলাদেশে “বাঙালী জাতির জনক” কে হবে?
সেই পরাধীনতা থেকে যদি আবার স্বাধীনতার আন্দোলন শুরু হয়, তখন যে সেই আন্দোলনে নেতৃত্ব দেবে, সে কি আবার সেই নতুন স্বাধীন বাংলাদেশে “বাঙালী জাতির জনক” হবে?
পশ্চিম বাংলায় যে বাঙালীরা আছে, সে “বাঙালীর জাতির জনক” কে?
===============
এই বাংলাদেশ এবং বাঙালী জাতিকে বহিরাগত সেন রাজাদের কবল থেকে উদ্ধার অর্থাৎ স্বাধীন করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী। তাহলে মুহম্মদ ইখতিয়ার উদ্দিনকে কেন “বাঙালী জাতির জনক” বলা হবে না?
Leave a Reply